Kanchan-Sreemoyee: ‘মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ’, বোর্ড কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে, হচ্ছে নিন্দে

হোম
২ মার্চ বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। একদম প্রথমে, জানা গিয়েছিল ৬ মার্চই হবে সামাজিক বিয়ে। প্রথম থেকেই গোপনীয়তা রাখার চেষ্টা করেছিলেন এই দুই তারকা তাঁদের বিয়ে নিয়ে। ১৪ ফেব্রুয়ারি রেজিস্ট্রি করে বিয়ে করার কথা তো সপ্তাহখানেক ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। তবে বুধবারের অনুষ্ঠানে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন ভেন্যুর বাইরে লাগানো একটি বোর্ড দেখে বেশ বিরক্ত অনেকেই। যেখানে বর ও কনের নাম লেখার সঙ্গে, লেখা রয়েছে বিশেষ একটি নির্দেশ। আর সেই নির্দেশ হল, ‘মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ’। আর সেই ছবি চারিদিকে ছড়িয়ে পড়তেই উঠছে কাঞ্চন আর শ্রীময়ীকে বয়কটের ডাক! মিডিয়ার থেকে দূরে গিয়ে বিয়ের আইডিয়া বলিউডে নতুন কিছু নয়। এমনকী, এই তারিখ গোপন রাখা বা ‘ভুল বলা’! আলিয়া-রণবীর, ক্যাটরিনা-ভিকি, সিদ্ধার্থ-কিয়ারা, বর্তমান সময়ে হওয়া অনেক বিয়েতেই দেখা গিয়েছে, মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। তবে দম্পতি বাইরে অপেক্ষারত ফোটোগ্রাফার বা পাপারাজ্জিদের জন্য নিজেরা বেরিয়ে এসেছেন, দিয়েছেন ছবি তোলার সুযোগ। এরকম ভাবে বোর্ড টাঙিয়ে বার্তা হয়তো কেউই দেননি তাঁরা! এর আগেও এই নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন শ্রীময়ী। উল্লেখ করেছিলেন, ৬ মার্চ তাঁদের বিয়েতে আমন্ত্রিত নয় মিডিয়া। কাঞ্চন কঠোরভাবে তা জানিয়ে দিয়েছে। তবে বিয়ের পর তাঁরা সাক্ষাৎকার দেবেন। এমনকী, নিজেও ছবি-ভিডিয়ো দিতে থাকবেন সোশ্যাল মিডিয়াতে। ৫৩ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসে কম ট্রোলের মুখে পড়তে হয়নি কাঞ্চনকে। বছরকয়েক আগে তৎকালীন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ই প্রথম অভিযোগ এনেছিলেন, তাঁর বরের সঙ্গে শ্রীময়ীর ‘পরকীয়া’র কথা। তবে সেই সময় নিজেদের সম্পর্কে শিলমোহর দিতে রাজি ছিলেন না কাঞ্চন আর শ্রীময়ীর মধ্যে কেউই। এমনকী, বিয়ের খবর সামনে আসার আগে অবধি কখনও একে-অপরকে ‘বন্ধু’ তো কখনও ‘মেন্টর’ বলে উল্লেখ করেছিলেন। পরে শ্রীময়ী মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তাঁর বাড়ির লোককে কথা দিয়েছিলেন কাঞ্চন ডিভোর্সটা হয়ে গেলেই তাঁকে বিয়ে করবেন। ১০ জানুয়ারি স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের থেকে ডিভোর্স পান কাঞ্চন মল্লিক। ৫৬ লাখ টাকা খোরপোশ দিতে হয় তাঁকে। আর তারপর ৩৩ দিনের মাথায় ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন শ্রীময়ীকে। Source:bangla.hindustantimes.com

Related News