Train Accident: ভয়াবহ রেল দুর্ঘটনায় ফিরল বাসালোর স্মৃতি, মালগাড়ির সঙ্গে ধাক্কা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ ৪ কামরার

হোম
ফের ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। মাঝরাতে ভয়ঙ্কর এই রেল দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের আজমের স্টেশনের কাছে। জানা গিয়েছে, এই রেল দুর্ঘটনায় কোনও যাত্রী নিহত না হলেও অনেকেই আহত হয়েছেন। ট্রেনের চারটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। 1/5রিপোর্ট অনুযায়ী, রাত ১টা নাগাদ সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় এই বিপত্তি ঘটে। জানা গিয়েছে, ট্রেনের ইঞ্জিন ও চারটি কামরা লাইন থেকে ছিটকে পড়ে পাশের ট্র্যাকে দাঁড়িয়ে থাকা এক মালগাড়িতে ধাক্কা খায়। দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়। 2/5জানা গিয়েছে, রবিবার মধ্যরাতের পরে রাজস্থানের আজমেরের কাছে মাদার রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে লাইনচ্যুত হয়ে পড়ে সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেসের চারটি কামরা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় উদ্ধারকারী দল। আহত যাত্রীদের এরপর উদ্ধার করে প্রথমে আজমের স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 3/5রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ, সরকারি রেলওয়ে পুলিশ বা জিআরপির আধিকারিকরা, অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এবং রেলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান রাতেই। উদ্ধারকারী দলের কাজ তদারকি করেন তাঁরা। লাইনচ্যুত বগি ও ইঞ্জিনকে ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলে রাতেই। 4/5এদিকে গভীর রাতে এই দুর্ঘটনার জেরে সেই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল ফের স্বাভাবিক করার চেষ্টা চলছে। এদিকে কীভাবে এবং কেন এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর কয়েকমাস আগে আজমেরেই আজমের-শিয়ালদা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছিল। 5/5রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের ২৫ ডিসেম্বর আজমের-শিয়ালদা এক্সপ্রেস লাইনচ্যুল হয়েছিল আজমের জংশনে। সেই দুর্ঘটনাতেও অবশ্য কোনও যাত্রী নিহত হননি। কারণ সেই সময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না বলে জানা যায়। দুর্ঘটনাগ্রস্ত এক্সপ্রেসটিকে সেই সময় কারশেডে নিয়ে যাওয়া হচ্ছিল আজমের জংশনের। source:bangla.hindustantimes.com

Related News