IPL 2024: প্রস্তুতি ম্যাচেই নড়বড় করলেন শ্রেয়স, স্পিনারের বিরুদ্ধে বল মিস করে হলেন স্টাম্প আউট, চিন্তা বাড়ল KKR-এর
ক্রীড়া
২০২৪ আইপিএলে কেকেআর-কে নেতৃত্ব দিতে চলেছেন শ্রেয়স। অথচ রবিবার প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্স নিয়ে কিছুটা চাপেই থাকবে নাইটরা। এদিন শ্রেয়স নড়বড় করে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত ১৮ বলে ২২ রান করে আউট হয়ে যান। বাঁ-হাতি স্পিনার সুয়াশ শর্মার বলে ফিল সল্ট তাঁকে স্টাম্পড আউট করেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই হতাশ করলেন শ্রেয়স আইয়ার। মরশুম শুরুর আগে শ্রেয়সের পারফরম্যান্সের জড়তা নিয়ে বেশ উদ্বিগ্ন হতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার রবিবার কলকাতায় কেকেআর-এর অভ্যন্তরীন অনুশীলন ম্যাচেও বেশ নার্ভাস ছিলেন বলে মনে হয়েছে।
২০২৪ আইপিএলে কেকেআর-কে নেতৃত্ব দিতে চলেছেন শ্রেয়স। অথচ তাঁর পারফরম্যান্স নিয়ে কিছুটা চাপেই থাকবে নাইটরা। এদিন শ্রেয়স নড়বড় করে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত ১৮ বলে ২২ রান করে আউট হয়ে যান। বাঁ-হাতি স্পিনার সুয়াশ শর্মার বলে ফিল সল্ট তাঁকে স্টাম্পড আউট করেন।
শ্রেয়স শেষ বার ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তার পর ফের তিনি এদিন টি-টোয়েন্টি ম্যাচ খেললেন। সেটা প্রস্তুতি ম্যাচই হোক না কেন। শ্রেয়স শুরু থেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। তিনি ব্যাট করতে নামলে পেসার আন্দ্রে রাসেল তাঁকে প্রথম বলটি করেছিলেন। অফ-স্টাম্পের বাইরের সেই বলটি তিনি খেলতে পারেননি। পরের বলে রাসেলকে বাউন্ডারি মারলেও, শ্রেয়স কে একেবারেই আত্মবিশ্বাসী বলে মনে হয়নি।
স্পিনারদের বিরুদ্ধে তাঁর দক্ষতার জন্য পরিচিত শ্রেয়স। তবে এদিন স্পিনারদের বলেও নড়বড় করতে দেখা যায় তাঁকে। এমন কী স্পিনারের বলেই তিনি আউট হন। সুয়শ শর্মাকে খেলতে বেশ সমস্যায় পড়েন শ্রেয়স। তিনি সুয়াশকে খেলতে গিয়ে বলটি পুরোপুরি মিস করেন এবং সল্টকে স্টাম্পিং সম্পূর্ণ করেন।
অনুশীলন ম্যাচে কেকেআর-কে দু'টি টিমে ভাগ করা হয়েছিল। টিম গোল্ড এবং টিম পার্পলে মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। টিম পার্পলের হয়ে খেলেন শ্রেয়স। এদিন শ্রেয়সের টিম ম্যাচটি হেরেও যায়।
টিম গোল্ড ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান করে। ঝোড়ো ব্যাটিং করেন ফিল্ট সল্ট। ৭টি ছক্কার হাত ধরে ৪১ বলে ৭৪ রান করেন তিনি। এছাড়া ৩২ বলে ৫০ করেন নীতিশ রানা। রিঙ্কু সিং ১২ বলে ৩০ রান করে ফিনিশিং টাচ দেন। ২৩৮ রান তাড়া করতে নেমে ২৩২ রান করে টিম পার্পল। ৫ রানে ম্যাচটি তারা হেরে যায়। অঙ্গকৃশ রঘুবংশী ২৬ বলে ৪৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। ২৩ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন মণিশ পাণ্ডে। হাফসেঞ্চুরি করার পর তিনি রিটায়ার্ড হার্ট হয়ে বেরিয়ে যান। আন্দ্রে রাসেল পার্পল দলের হয়ে ব্যাট করতে আসেন, যখন শেষ পাঁচ ওভারে তাদের প্রয়োজন ছিল ৮৭ রান।
রাসেল এবং বেঙ্কটেশ আইয়ার মিলে ঝড় তোলেন। তারা দলকে ফিনিশিং লাইনের কাছে নিয়ে যান। রাসেল শাকিব হোসেনের বলে আউট হন এবং শেষ ওভারে পার্পল দলের প্রয়োজন ছিল ২৪ রান। বৈভব আরোরা শেষ ওভার বোলিং করতে এসে ১৯ রান দেন। পার্পল দল ৫ রানে হেরে যায়।
প্রসঙ্গত, দুই দলের হয়ে ব্যাট করেছেন মণিশ পাণ্ডে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং বেঙ্কটেশ আইয়ার। দুই দলের হয়ে বোলিং করেন সুয়াশ শর্মা।
source:bangla.hindustantimes.com