Latest Update on Tesla in India: বাংলা 'প্ল্যান' করার আগেই কারখানার জায়গা বাছবে টেসলা? কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী
হোম
রিপোর্ট অনুযায়ী, ভারতে কারখানা খোলার বিষয়ে আগ্রহী টেসলা। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেকা করতে ভারতে আসতে চলেছেন সংস্থার কর্ণধার ইলন মাস্ক। এরই মাঝে জল্পনা তৈরি হয়েছে, কোন রাজ্যে টেসলা গড়ে তুলবে কারখানা?
1/5টেসলা ভারতে কারখানা গড়ে তুললে সেটি কোন রাজ্যে হবে? এখন এই প্রশ্ন ঘুরঘুর করছে অনেকেরই মনে। এই আবহে সম্প্রতি ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে টেসলা নিয়ে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, 'টেসলার মতো কোম্পানিগুলি ভারতে আরও বেশি আগ্রহ দেখাচ্ছে কারণ তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপুল জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। এই আবহে ভারতও বৈদ্যুতিক গতিশীলতায় নেতা হিসাবে আবির্ভূত হবে, এবং গোটা বিশ্ব আমাদের লক্ষ্য করছে।' (REUTERS)
2/5এদিকে টেসলা ভারতে কারখানা গড়ে তুললে তা গুজরাটে হবে না মহারাষ্ট্রে হবে? এই প্রশ্ন করা হলে তা কৌশলে এড়িয়ে যান বাণিজ্যমন্ত্রী। তাঁর কথায়, 'আমি ভারতবাসী। আমি শুধুই ভারতের কথা বলব।' উল্লেখ্য, সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, টেসলার কারখানার জন্য জমি খুঁজতে ভারতে আসবে সংস্থার আধিকারিকরা। (REUTERS)
3/5এদিকে শুধু গুজরাট বা মহারাষ্ট্র কেন? বাংলার মতো রাজ্যে কি টেসলার কারখানা গড়ে উঠতে পারে না? টেসলা নিয়ে বাংলার অবস্থান নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। তিনি বলেছিলেন, 'আমরা ক'দিন আগেই দেখেছি যে ভারতে কারখানা খোলার জন্য জায়গা খুঁজছে টেসলা। মহারাষ্ট্র, তামিলনাডুর মতো রাজ্যে ওরা জমি দেখার কাজ শুরু করেছে। এখনও টেসলার সঙ্গে আমাদের কথা হয়নি। কিন্তু আমরাও এ রকম একটি সংস্থাকে রাজ্যে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাতেই পারি।' (REUTERS)
4/5এরপর শশী বলেছিলেন, 'এখন ভোটের সময়, সবাই ব্যস্ত। ভোটের পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে টেসলাকে রাজ্যে আমন্ত্রণ জানানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' এদিকে টেসলার মতো সংস্থাকে রাজ্যে আমন্ত্রণ জানাতে একটি কমিটি গড়া হতে পারে। তবে ভোটের কারণে এখনই সেই কমিটি গঠন করা যাচ্ছে না বলে জানান শশী পাঁজা। মন্ত্রী জানান, কমিটি গঠনের বিষয়ে মুখ্যমন্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে। তাই লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতার অনুমতি নিয়েই কাজ এগোবে। (REUTERS)
5/5ওদিকে জানা গিয়েছে, টেসলা ব্র্যান্ডের গাড়ি তৈরি করার জন্য ভারতে ২০০ থেকে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করতে ইচ্ছুক ইলন মাস্কের সংস্থা। তবে সেই মার্কিন সংস্থার কারখানা ভারতের কোথায় হবে, এর জন্যে রেষারেষি শুরু হয়ে গিয়েছে রাজ্যগুলির মধ্যে। রিপোর্টে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই গুজরাট নাকি টেসলার কারখানা নিজেদের রাজ্যে নিয়ে যাওয়ার জন্যে কোমর কষছে। সেই লড়াইতে নাকি রয়েছে তেলাঙ্গানা এবং তামিবনাড়ুও। তাছাড়া মহারাষ্ট্রও নাকি টেসলাকে ঘরে আনতে তৎপর হয়েছে। (REUTERS)
source:bangla.hindustantimes.com