Mohun Bagan vs Mumbai City: এশিয়ার সেরা টুর্নামেন্টে খেলবে মোহনবাগান? আজ ISL ‘ফাইনালে’ চাই জয়, কোথায় দেখবেন?

ক্রীড়া
আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে এবারের আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসি। সেই ম্যাচের উপর নির্ভর করছে যে কোন দল আইএসএল শিল্ড জিতবে। আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উঠবে। অনলাইনে কোথায় সেই ম্যাচ বিনামূল্যে দেখবেন? 1/5কখন ও কোথায় সরাসরি মোহনবাগান বনাম মুম্বইয়ের ম্যাচ দেখতে পাবেন? স্পোর্টস১৮ ১ HD (ইংরেজি), স্পোর্টস১৮ ৩ (বাংলা, ইংরেজি, হিন্দি), VH1 HD, VH1 SD, স্পোর্টস১৮ খেল (হিন্দি) এবং ডিডি বাংলায় সরাসরি আইএসএলের ম্যাচ সম্প্রচারিত হবে। আর অনলাইনে জিয়ো সিনেমায় মোহনবাগান বনাম মুম্বই ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে। অনলাইনে জিয়ো সিনেমায় বিনামূল্যে সেই ম্যাচ দেখতে পারবেন। তাছাড়া হিন্দুস্তান টাইমস বাংলায় সেই ম্যাচের লাইভ স্কোর ও ম্যাচের প্রতিটি আপডেট দেখা যাবে। (ছবি সৌজন্যে, ফেসবুক Mohun Bagan Super Giant এবং Mumbai City FC) 2/5মোহনবাগান ও মুম্বইয়ের মুখোমুখি রেকর্ড: মোট ২৪ বার মুখোমুখি হয়েছে মোহনবাগান এবং মুম্বই। ১১ বার মুম্বই সিটি জিতেছে। আর ছ'বার জিতেছে মোহনবাগান। সাতটি ম্যাচে ড্র হয়েছে। আইএসএলের প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল মুম্বই। তার ডুরান্ড কাপে মুম্বইকে ৩-১ গোল উড়িয়ে দিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। (ছবি সৌজন্যে, ফেসবুক Mohun Bagan Super Giant এবং Mumbai City FC) 3/5আজ যে পরিস্থিতিতে খেলতে নামছে মোহনবাগান এবং মুম্বই, সেই একইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল ২০২০-২১ সালের আইএসএলে। গ্রুপ লিগের শেষদিনে গড়িয়েছিল শিল্ড জয়ের লড়াই। সেই ম্যাচে মোহনবাগান ড্র করলেই শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেত আন্তোনিও হাবাস লোপেজের মোহনবাগান (সেইসময় এটিকে মোহনবাগান)। কিন্তু সার্জিও লোবেরোর মুম্বই ২-০ গোলে জিতে গিয়েছিল। অর্থাৎ ২০২০-২১ সালে মুম্বই যে কাজটা করেছিল, এবার সেই কাজটাই করতে চায় মোহনবাগান। (ছবি সৌজন্যে, ফেসবুক Mohun Bagan Super Giant) 4/5মোহনবাগান কী বলছে? 'ফাইনাল'-র আগেরদিন মোহনবাগানের সহকারী কোচ ম্যানুয়েল কাসকালানা জানান, সোমবার যুবভারতী পুরো ভরতি থাকবে। এটা বড় সুবিধা। ৬০,০০০-৭০,০০০ মোহনবাগান সমর্থকের সামনে বুদ্ধিদীপ্ত ফুটবল খেলতে হবে। জয় ছাড়া কোনও গতি নেই মানে এই নয় যে ম্যাচের প্রথম মিনিট থেকেই একদম অল-আউট অ্যাটাকে যেতে হবে মোহনবাগানকে। বুদ্ধিদীপ্তভাবে ম্যাচটা খেলতে হবে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Mohun Bagan Super Giant) 5/5অন্যদিকে, মোহনবাগানকে সমীহ করে মুম্বইয়ের কোচ পিটার ক্র্যাটকি জানান, পুরো মরশুমেই মুম্বই সিটি এফসি ভালো খেলেছে। এখন পুরো বিষয়টি একটি ম্যাচের উপর নির্ভর করছে। এটা ফাইনালের মতোই। লিগশিল্ড জয়ের বিষয়টি একটি ম্যাচের উপরই নির্ভর করছে। (ছবি সৌজন্যে, ফেসবুক Mumbai City FC) source:bangla.hindustantimes.com

Related News