WB BJP Candidate Polishes Shoe: রোড শো চলাকালীন নিজের জুতো হাতে নিয়ে পালিশ সুভাষ সরকারের! কিন্তু কেন?
হোম
জুতো পালিশ করা প্রসঙ্গে বিজেপি প্রার্থী সুভাষ সরকার বলেন, ‘বিআর অম্বেডকরের জীবনের দর্শন বোঝাতেই শোভাযাত্রায় জুতো পালিশ করেছিলাম। অত্যন্ত নিম্নশ্রেণির একটি পরিবার থেকে উঠে এসেছিলেন আম্বেদকর। তিনি অনেক লড়াই দেখেছেন, অত্যাচারে সহ্য করেছেন। তাও নিজের লক্ষ্যে তিনি স্থির ছিলেন।’
লোকসভা ভোটের আগে প্রচারে বেরিয়ে জুতো পালিশ করতে দেখা গেল বাঁকুড়ার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। রবিবার হুডখোলা গাড়িতে প্রচারে বেরিয়েছিলেন সুভাষ সরকার। বিআর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত একটি রোড শো-র আয়োজন করেছিল স্থানীয় বিজেপি নেৃতত্ব। সেখানেই প্রচারের সময় ব্রাশ দিয়ে জুতো পালিশ করতে দেখা যায় পদ্ম প্রার্থীকে। রাস্তায় জনসংযোগের সময় কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রার্থীর এহেন কীর্তিতে স্বভাবতই অনেকেই অবাক হন। সেই ঘটনার ভিডিয়ো পরে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও।
এদিকে জুতো পালিশ করা প্রসঙ্গে বিজেপি প্রার্থী সুভাষ সরকার বলেন, 'বিআর অম্বেডকরের জীবনের দর্শন বোঝাতেই শোভাযাত্রায় জুতো পালিশ করেছিলাম। অত্যন্ত নিম্নশ্রেণির একটি পরিবার থেকে উঠে এসেছিলেন আম্বেদকর। তিনি অনেক লড়াই দেখেছেন, অত্যাচারে সহ্য করেছেন। তাও নিজের লক্ষ্যে তিনি স্থির ছিলেন। তাই তিনি সংবিধান রচনার মতো মহান গুরুদায়িত্ব পালন করতে পেরেছিলেন। তাই আমি বোঝাতে চাই, মানুষ যে পেশা বা যে কাজই করুন না কেন, দক্ষতা থাকলে সব কাজেরই মর্যাদা সমান। যদি দক্ষতার সঙ্গে কেউ জুতো পালিশ করে, তাহলে তাঁর মর্যাদা কোনওভাবে একজন চিকিৎসক বা আইনজীবীর তুলনায় কম নয়।'
এদিকে শুভাষ সরকারের এহেন যুক্তি মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী এহেন কীর্তি প্রসঙ্গে তৃণমূলের দাবি, এভাবে প্রচারের সময় গাড়িতে বসে জুতো পালিশ করা শুধুমাত্র মানুষের দৃষ্টি আকর্ষণের একটা অভিনব কৌশল। এই প্রসঙ্গে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, 'এর আগে সুভাষ সরকার বাঁকুড়ার জনগণকে ছুড়ে ফেলে দিয়েছিলেন। আর এখন তিনি প্রকাশ্যে নিজের জুতো পালিশ করে নাটক করছেন। এসব নাটক করে অবশ্য ভোট বাড়বে না। সবাই নিজের নিজের কাজ করেন। তবে প্রচারের স্বার্থে এসব কাণ্ডকারখানার কোনও মানে হয় না। তিনি নিজের জুতোই পালিশ করেছেন। তাও জনগণের জুতো পালিশ করলে বলতাম, তিনি অন্য পেশাকেও সম্মান করেন।'
source:bangla.hindustantimes.com