RCB vs CSK IPL 2024 Playoffs Equation: ১৯ বলে ৫১! বৃষ্টিতে পুরো খেলা না হলে কোন অঙ্কে প্লে-অফে উঠবে RCB? CSK-র কী চাই
হোম
কার্যত ‘ডু-অর-ডাই’ ম্যাচ। চিন্নস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচের উপরই নির্ভর করছে যে চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফে কারা যাবে। কিন্তু আজ আবার বৃষ্টির আশঙ্কা আছে। বৃষ্টি হয়ে যদি পাঁচ ওভারের ম্যাচ হয়, তাহলে কোন অঙ্কে প্লে-অফে যেতে পারবেন আরসিবি?
1/6আপাতত আইপিএলের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। ১৩টি ম্যাচের শেষে ঝুলিতে আছে ১৪ পয়েন্ট। নেট রানরেট হল +০.৫২৮। অন্যদিকে, সাত নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৩টি ম্যাচের পরে ঝুলিতে ১২ পয়েন্ট আছে। নেট রানরেট ০.৩৮৭। (ছবি সৌজন্যে পিটিআই)
2/6শনিবার আরসিবির কাছে হিসাবটা একেবারে স্পষ্ট। ঘরের মাঠে চেন্নাইকে হারাতেই হবে। তাহলে ১৪ ম্যাচের শেষে আরসিবির ঝুলিতে থাকবে ১৪ পয়েন্ট। সিএসকেরও সমসংখ্যক পয়েন্ট থাকায় নেট রানরেটের উপর নির্ধারিত হবে যে কোন দল প্লে-অফের টিকিট পাবে। ইতিমধ্যে তিনটি দল প্লে-অফে পৌঁছে যাবে। শনিবার নির্ধারিত হবে যে চতুর্থ দল কোনটি হবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/6হিসাব অনুযায়ী, প্রথমে ব্যাটিং করে আরসিবি যদি ১৮ রান বা তার বেশি রানে জেতে, তাহলে নেট রানরেটের নিরিখে চেন্নাইকে ছাপিয়ে যাবে। আর প্রথমে বোলিং করলে আরসিবিকে কমপক্ষে ১১ বল বাকি থাকতেই রান তাড়া করে জিততে হবে। তাহলেই নেট রানরেটের নিরিখে চেন্নাইকে টপকে যাবে। আর চতুর্থ দল হিসেবে পৌঁছে যাবে আইপিএলের প্লে-অফে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)source:bangla.hindustantimes.com/