India vs Srilanka- উন্মাদের মতো শট খেলতে গিয়ে আউট আর্শদীপ! রাগ-বিরক্তি চেপে রাখতে পারলেন না বিরাট-গৌতি!

ক্রীড়া
শুক্রবার ছিল ভারত-শ্রীলঙ্কা প্রথম একদিনের ম্যাচ। সেখানেই জেতা ম্যাচ হাতছাড়া করে ভারতীয় দল। সৌজন্যে টেলেন্ডার আর্শদীপ সিংয়ের দায়সারা শট। শিবম দুবে কঠিন ম্যাচকে ভারতের আয়ত্তে এনেই দিয়েছিলেন। তিনি আউট হয়ে সাজঘরে যখন ফিরলেন ততক্ষণে ম্যাচ ড্র হয়ে গেছে। বাকি স্রেফ এক রান। টি২০ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচে সামান্য রান পাওয়া আর্শদীপ নামলেন ব্যাট হাতে, জয়ের জন্য বাকি তখন এক রান। কিন্তু চরিথ আসালঙ্কার বলে নিজেদের বীরেন্দ্র সেহওয়াগ ভাবতে গিয়েই দলকে ডোবালেন তিনি। প্রথম বলে বড় শট খেলতে গিয়ে আউট হলেন, সেই সঙ্গে জয় হাতছাড়া হল ভারতের, যা দেখে নিজেদের রাগ-বিরক্তি চেপে রাখতে পারলেন না গৌতি-কোহলি।source:bangla.hindustantimes.com

Related News