মেয়েদের রাত জাগাই ঘুম ভাঙাল বিরোধীদের! পথে ফিরে ‘এই তো আছি’ বলল নিরুদ্দেশে যাওয়া বিজেপি
‘অরাজনৈতিক’ ডাকে মেয়েদের রাত দখলের জোয়ারই কি ঠেলা মারল প্রায় নিশ্চল থাকা রাজ্যের বিরোধী রাজনীতির পিঠে? আরজি কর-কাণ্ডের পর পর আন্দোলন যখন আছড়ে পড়ছে ওই হাসপাতাল ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে, তখন প্রধান বিরোধী দলকে কার্যত ‘দূরবিন’ দিয়ে খুঁজতে হয়েছিল। তার এক সপ্তাহের মধ্যে সেই বিজেপিই নানা দিকে জানান দিল নিজেকে। বুধ-বৃহস্পতির সন্ধিক্ষণের সেই ব্যানারহীন জনস্রোতের ঠেলাতে শুক্রেই সক্রিয়তা পৌঁছে গেল তুঙ্গে।
রাজ্য রাজনীতির ক্ষেত্রে অনেক দিন পরে এমন ঘটনাবহুল দিন। বিজেপি থেকে বাম— বিরোধীরা তো বটেই, পথে নেমেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। শুক্রবার সকাল থেকে দফায় দফায় বিজেপির বিক্ষোভ চলে কলকাতা শহরে। বিকেলে যখন পূর্বঘোষিত মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৌলালি থেকে ধর্মতলার মঞ্চের কাছে, তখনই শ্যামবাজারে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। এর কিছু ক্ষণ আগেই লালবাজারে আরজি কর-কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠক শেষ করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। প্রায় একই সময়ে সাংবাদিক বৈঠক করতে বসেন সিপিএমের যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। তার পরে পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আলাদা করে শুধু সাংবাদিক বৈঠক করতে কলকাতায় এলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।source:anandabazar.com