CISF in RG Kar: আরজি কর মেডিক্যালে মোতায়েন হল আধাসেনা, ২ কোম্পানি CISF পাহারা দেবে হাসপাতাল
আদালতের নির্দেশ অনুসারে বৃহস্পতিবার আরজি কর হাসপাতালে পৌঁছয় ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়। হাসপাতালের ২টি গেট প্রশাসনিক ভবন থেকে হাসপাতালের গুরুত্বপূূর্ণ ২৬টি জায়গায় তাদের মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা মোতায়েন হয়েছে পুরুষ ও মহিলা চিকিৎসকদের হস্টেলেও।
সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিল কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার দুপুরে ২ কোম্পানি CISF হাসপাতালে পৌঁছয়। হাসপাতালের মোট ২৬টি জায়গায় কেন্দ্রীয় নিরাপত্তা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
গত ১৫ অগাস্ট মধ্যরাতে আরজি কর মেডিক্যালে ভাঙচুরের পর সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা মোতায়েনের দাবি ওঠে। দাবি জানান হাসপাতালের চিকিৎসকরা। সেই আবেদনে সাড়া দিয়ে গত মঙ্গলবার হাসপাতালে CRPF অথবা CISF নিরাপত্তা মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা তাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। নির্দেশ পেয়েই বুধবার হাসপাতালের নিরাপত্তা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে CISF. হাসপাতালে পৌঁছে যান বাহিনীর DIGসহ অন্য আধিকারিকরা। এর পর লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। source:-https://bangla.hindustantimes.com/