Adhir on RG Kar Case : মেয়ের বাবা, তবে RG কর কাণ্ডে সবথেকে বেশি কষ্ট পেয়েছেন অন্য কারণে, জানালেন অধীর
আন্তর্জাতিক
তাঁর মেয়ে আছে। বাবা হিসেবে তো আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা তাঁকে নাড়িয়ে দিয়েছে। তবে যে কারণে সবথেকে বেশি কষ্ট পেয়েছেন তিনি, সেটাও জানালেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী।
পাঁচবারের সাংসদ, পশ্চিমবঙ্গে কংগ্রেসের ‘সেরা’ নেতা তিনি। এক মেয়ের বাবাও তিনি। স্বভাবতই আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা একজন প্রাক্তন জনপ্রতিনিধি এবং এক মেয়ের বাবা হিসেবে তাঁকে যে নাড়িয়ে দিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে সবথেকে বেশি বেদনা দিয়েছে যে বিষয়টা, সেটা হল যে এই পাশবিকতার ঘটনা ঘটেছে কলকাতায়। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের কলামে আক্ষেপের সুরে অধীর জানিয়েছেন, যে শহরে এরকম ন্যক্কারজনক ঘটনা ঘটল, সেই শহরই মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে দেশকে দিশা দেখিয়েছিল। অন্যান্য রাজ্যের তুলনায় অনেক আগেই কলকাতার মহিলারা বাইরের দুনিয়ায় নিজেদের ছাপ রেখে দিয়েছেন। তাঁরা এগিয়ে এসেছেন। নিজেদের অধিকার দখল করেছেন।