‘সাফাই অভিযান হোক সিস্টেমের সর্বত্র’, চিকিৎসকদের একাংশকে কাঠগড়ায় তুললেন কুণাল ২ মিনিটে পড়ুন
গতকালও জুনিয়র ডাক্তাররা নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেন। তাঁদের আরও দুটি দাবি মেনে নেওয়া হয়েছে। সেখানে যে আলোচনা হয়েছে তাতে সরকারি হাসপাতালে সিস্টেমে রদবদলের দাবি রয়েছে। এবার সেটাকেই হাতিয়ার করে সরব হলেন কুণাল ঘোষ। বেসরকারি হাসপাতাল চিকিৎসার নামে মুনাফা করে তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলে দিয়েছেন।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় গোটা বাংলা তোলপাড় হয়ে গিয়েছে। সরকারি হাসপাতালে ঘুঘুর বাসা নিয়ে জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলতে শুরু করেছে। তার জেরেই ৪১ দিন ধরে চলছে কর্মবিরতি। রাজ্য সরকারের কাছে নানা দাবি রাখতে শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। দফায় দফায় বৈঠক চলছে নানা দিনে–রাতে। অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে পুরনো দিনের নিয়মকানুন নিয়ে। এবার এই বিষয়টি শুধু সরকারি স্তরে আটকে না রেখে বেসরকারি ক্ষেত্রে করা হোক বলে সোচ্চার হলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।
আজ, বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ পোস্ট করে একদিকে কিছু চিকিৎসক এবং অপরদিকে বেসরকারি হাসপাতালের কার্যকলাপ নিয়ে সোচ্চার হন। মানুষের জীবনে চিকিৎসার খরচ এত বেশি কেন? তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল ঘোষ। অনেকে বলছেন কুণাল ঘোষ মৌচাকে ঢিল মেরেছেন। কারণ সিস্টেম নিয়ে তিনি সরব হয়েছেন। যদি সরকারি হাসপাতালের সিস্টেম নিয়ে জুনিয়র ডাক্তাররা সোচ্চার হতে পারেন তাহলে সেটা বেসরকারি–সহ সর্বত্র কেন করা হবে না? এটা কুণালের প্রশ্ন। যা নিয়ে এখন তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য–রাজনীতি।
source:-https://bangla.hindustantimes.com