Desecration of National Flag: অশোক চক্রের বদলে আরবিতে লেখা কলমা! জাতীয় পতাকার অবমাননায় ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ
জাতীয় পতাকার চূড়ান্ত অবমাননার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ। স্থানীয় কিছু বাসিন্দার বিরুদ্ধে জাতীয় পতাকা বিকৃত করার অভিযোগ উঠল। বিশ্ব হিন্দু পরিষদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জাতীয় পতাকার চূড়ান্ত অবমাননার অভিযোগ উঠল ইসলাম ধর্মাবলম্বী কিছু মানুষের বিরুদ্ধে। তাঁরা জাতীয় পতাকার মধ্যস্থলে অবস্থিত অশোক চক্রের বদলে সেখানে আরবি ভাষায় 'কলমা' লিখে দেন। সেই বিকৃত জাতীয় পতাকা প্রকাশ্যে উত্তোলনও করা হয়। মধ্যপ্রদেশের এই ঘটনায় নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় থানার পুলিশ।
মধ্যপ্রদেশের ছতরপুর জেলার ঘুবারা তহসিলের অন্তর্গত পনয়া। সেই গ্রামেরই কিছু বাসিন্দা এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় পতাকার অবমাননার বিষয়টি প্রথম তাদের নজরে আনেন অমন সাহু নামে এক ব্যক্তি। তিনি বিশ্ব হিন্দু পরিষদের একজন কার্যকর্তা। তাঁর আবেদনের ভিত্তিতেই পুলিশ অভিযোগ দায়ের করে।
এই ঘটনায় ১৯৭১ সালের ২ নম্বর ধারা অনুসারে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে অমন সাহু লিখেছেন, তিরঙ্গায় অশোক চক্রের বদলে আরবি ভাষায় কলমা লেখা হয়েছে। যা জাতীয় পতাকার অবমাননা।
বিশ্ব হিন্দু পরিষদের হুঁশিয়ারি
এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। যাঁরা এই কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ, তাঁদের রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে।
একইসঙ্গে, পুলিশের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের বক্তব্য, দ্রুততার সঙ্গে পুরো ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিতকরণ ও তাদের কঠোর শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে সংগঠনের পক্ষ থেকে তীব্র আন্দোলন শুরু করা হবে।
source:-https://bangla.hindustantimes.com