CBI Raid in TMC MLA's House: আরজি কর কাণ্ডে তদন্তে তৎপরতা, গভীর রাত পর্যন্ত CBI তল্লাশি তৃণমূল বিধায়কের বাড়িতে
আরজি কর কাণ্ডের আবহে চরম অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কয়েকজন প্রভাবশালীর নাম সামনে এসেছে। নাম জড়িয়েছে তৃণমূল নেতাদেরও। এরই মাঝে এবার আরজি কর কাণ্ডে ফের একবার তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা সিবিআইয়ের।
ফের তৃণমূল কংগ্রেসের চিকিৎসক-বিধায়কের বাড়িতে সিবিআই হানা। রিপোর্ট অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৭টা ৪০ নাগাদ সিঁথিতে সুদীপ্ত রায়ের বাড়িতে হাজির হয় তদন্তকারীদের একটি দল। প্রায় তিন চার ঘণ্টা ছিল সিবিআইয়ের দল। রাত ১১টা নাগাদ বেরিয়ে যায় তারা। এর আগে গত ১২ সেপ্টেম্বর শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতে। সেদিন প্রায় ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। (PTI)
এর আগে সম্প্রতি আরজি কর দুর্নীতি মামলার তদন্তে নেমে ৬ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। রিপোর্ট অনুযায়ী, সেদিন তৃণমূল বিধায়ক তথা আরজি করের রোগী কল্যাণ সমিতির সদ্য প্রাক্তন সভাপতি ডঃ সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দেয় ইডি। এছাড়া উত্তর কলকাতায় তাঁর নার্সিংহোমেও তল্লাশি চলে। পাশাপাশি হুগলির দাদপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলোতেও ইডি অভিযান চালায়। এছাড়াও বালিগঞ্জে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছায় ইডি। সেই ব্যবসায়ীর নাম সন্দীপ জৈন। (PTI)
source:-hindustantimes.com