BSF Jawan Abducted: ভারতে ঢুকে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা, ছ'ঘণ্টা পর ফেরাল বিজিবি
হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি দুষ্কৃতীদের স্পর্ধা বৃদ্ধির চরম বহিঃপ্রকাশ! ভারতীয় ভূখণ্ডে ঢুকে তুলে নিয়ে গেল বিএসএফ জওয়ানকে। তারপর কী হল?
হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশি দুষ্কৃতীদের স্পর্ধা বৃদ্ধির চরম বহিঃপ্রকাশ! ভারতীয় ভূখণ্ডে ঢুকে তুলে নিয়ে গেল বিএসএফ জওয়ানকে। তারপর কী হল?
এই ঘটনায় চরম উদ্বেগ ও দুশ্চিন্তা প্রকাশ করেছে বিএসএফ কর্তৃপক্ষ। উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে ভারতবিরোধী শক্তি ও মানসিকতা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। তার জেরেই বাংলাদেশি দুষ্কৃতীদের এহেন বাড়বাড়ন্ত কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার বিএসএফ-এর তরফ থেকে ঘটনার কথা প্রকাশ্যে আনা হয়। তারা জানায়, বাংলাদেশি দুষ্কৃতীদের ১৫-২০ জনের একটি দল ভারতীয় ভূখণ্ডে ঢুকে ওই জওয়ানকে অপহরণ করে। এরপর তাঁকে বাংলাদেশে ধরে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশী রাষ্ট্রের আধাসেনার হাতে ওই বিএসএফ জওয়ান ছ'ঘণ্টারও বেশি সময় ধরে আটক হয়ে ছিলেন।
সূত্রের খবর, ঘটনাটি ঘটার একঘণ্টার মধ্যেই বিএসএফ-এর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল বিজিবি-র উত্তর-পশ্চিম শাখার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওই জওয়ানকে অবিলম্বে মুক্ত করতে হবে। এরপর বিকেল ৫টা নাগাদ অপহৃত বিএসএফ জওয়ানকে ছেড়ে দেওয়া হয়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বিজিবি-র সঙ্গে সেক্টর কমান্ডারস্তরের আধিকারিকদের সঙ্গে বিএসএফ-এর ফ্ল্যাগ মিটিংয়ের পরই ওই জওয়ানকে মুক্ত করা হয়।
source:-