RG Kar Case in Supreme Court Update: সোমের সকালে হবে না আরজি কর মামলার শুনানি,তাহলে কখন চিকিৎসক খুনের মামলা উঠবে আদালতে?
এর আগে সুপ্রিম কোর্টে পিছিয়ে দেওয়া হয়েছিল আরজি কর কাণ্ডের মামলার পরবর্তী শুনানি। ২৭ সেপ্টেম্বর সেই শুনানি হওয়ার কথা ছিল। তবে তার বদলে ৩০ সেপ্টেম্বর মামলার দিন ধার্য করা হয়েছিল।
এতদিন ধরে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হয়ে আসছিল সকাল থেকে। তবে আজ সেই মামলাটি আর সকালে শোনা হবে না বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, সোমবার দুপুর ২টোয় মামলাটি শুনবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। এই বেঞ্চে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। (আরও পড়ুন: 'নষ্ট CCTV ফুটেজ, বদল রক্তের নমুনা', আরজি করের সুপ্রিম শুনানির আগে গুরুতর অভিযোগ)
আরও পড়ুন: ফের আক্রান্ত জুনিয়র ডাক্তাররা, সাগর দত্তের পুনরাবৃত্তি ন্যাশনাল মেডিক্যালে
আরও পড়ুন: আরজি কর আবহে SC-তে আরও অস্বস্তিতে শাসকদল, TMC বিধায়ককে উলটো করে ঝোলানোর নিদান!
উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টে পিছিয়ে দেওয়া হয়েছিল আরজি কর কাণ্ডের মামলার পরবর্তী শুনানি। ২৭ সেপ্টেম্বর সেই শুনানি হওয়ার কথা ছিল। তবে তার বদলে ৩০ সেপ্টেম্বর মামলার দিন ধার্য করা হয়েছিল। উল্লেখ্য, শুনানি পিছোতে আগেই আবেদন করেছিল রাজ্য। সেই আবেদনে মতোই পিছিয়েছিল আরজি কর মামলার শুনানি। প্রসঙ্গত, এই মামলায় প্রায় ৪২টি পক্ষের নথিভুক্ত আইনজীবীর সংখ্যা ২০০-র বেশি। এদিকে নির্যাতিতা চিকিৎসকের পরিবারের তরফ থেকে বদল করা হয়েছে আইনজীবী। আজ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বদলে এই মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করবেন বৃন্দা গ্রোভার। উল্লেখ্য, চিকিৎসকদের পক্ষে গত শুনানিতে ইন্দিরা জয়সিং জোরালো সওয়াল করছিলেন। তা দেখেই নাকি নির্যাতিতা চিকিৎসকের পরিবারের তরফ থেকে বৃন্দা গ্রোভারকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (আরও পড়ুন: পুজোর মুখে 'হাসছে না' পাহাড়, মমতার উত্তরবঙ্গ সফরের আবহে দার্জিলিং-কালিম্পঙে বনধ)
source:-hindustantimes.com