RG Kar Latest Allegations: 'নষ্ট CCTV ফুটেজ, বদল রক্তের নমুনা', আরজি করের সুপ্রিম শুনানির আগে গুরুতর অভিযোগ
আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই শুভেন্দু অধিকারী এই সব চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এদিকে শুভেন্দু গতরাতে এও দাবি করেন যে সেই রাতে চিকিৎসকককে একটা ঘরে অত্যাচার করে, এরপর অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখে দিয়ে আসা হয়।
আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় এবার গুরুতর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা এবার দাবি করলেন, আরজি করের সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয়েছিল। এবং শুধু তাই নয়, মৃত চিকিৎসকের রক্তের নমুনাও নাকি পালটে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই শুভেন্দু অধিকারী এই সব চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এদিকে শুভেন্দু গতরাতে এও দাবি করেন যে সেই রাতে চিকিৎসকককে একটা ঘরে অত্যাচার করে, এরপর অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখে দিয়ে আসা হয়। (আরও পড়ুন: ফের আক্রান্ত জুনিয়র ডাক্তাররা, সাগর দত্তের পুনরাবৃত্তি ন্যাশনাল মেডিক্যালে)
এদিকে ঘটনায় পুলিশি ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শুভেন্দু গতকাল বলেন, খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার এবং এক পুলিশ আধিকারিক একই সঙ্গে, একই জেলে আছে। এ কোথাও দেখা যায় না। তাঁর কথায়, 'কী অদ্ভুত, এই ঘটনায় গ্রেফতার সিভিক ভলান্টিয়র। তার সঙ্গে একই জেলে বন্দি টালা থানার ওসি আর সন্দীপ ঘোষ। ভাবতে পারেন আপনি আক্রান্ত হলে কোথায় যাবেন? থানায় তো? অথচ দেখুন থানার ওসিও জেলে। আরজি করের প্রাক্তন মালিকও জেলে। এ ভূ-ভারতে কোথাও নেই।' এরপর বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গের পরিস্থিতির তুলনা টেনে নিয়ে এসে শুভেন্দু বলেন, 'উত্তর প্রদেশে একটা ঘটনা সামনে এলে যোগীজী কী করেন দেখতে পাচ্ছেন। অসমে ঘটেছিল এমন ঘটনা। পুকুরে চুবিয়ে-চুবিয়ে জল খাইয়েছে পুলিশ। মহারাষ্ট্রে আমাদের সরকার। বদলাপুরে রাম নাম সত্য করে দেওয়া হয়েছে ধর্ষকের। আর একটা অদ্ভুত রাজ্যে আমরা বাস করি যেখানে সরকারি হাসপাতালে ৩৬ ঘণ্টা ডিউটির পর ডাক্তার বোনকে রক্ষকের হাতে ধর্ষক হতে হয়।'
source:-hindustantimes.com