WB Chief Secretary on Hospital Security: হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা ইস্যুতে সুপ্রিম প্রশ্নবাণ, মুখ খুললেন মুখ্যসচিব

আন্তর্জাতিক

আরজি কর কাণ্ডের আবহে দীর্ঘ ৪০ দিনেরও বেশি সময় ধরে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র চিকিৎসকরা। তবে সম্প্রতি তাঁরা কাজে ফিরেছিলেন। তবে এরপরই সাগর দত্তের মতো ঘটনা ঘটে। এই আবহে গতকাল সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। আর তারপরই এই ইস্যুতে মুখ খুললেন মুখ্যচিব মনোজ পন্থ।

আরজি কর আবহে সাগর দত্ত, ন্যাশনাল মেডিক্যালে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছে। এই আবহে ফের রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা করেছেন। এরই মাঝে গতকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির সময় উত্থাপিত হয়েছিল চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি। সেখানে রাজ্য সরকারকে কার্যত ভর্ৎসনা করা হয়। এরপর সন্ধ্যায় এই নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। 

গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন যে রাজ্যের হাসপাতালগুলিতে সিসিটিভি বসানোর কাজ কতদূর এগিয়েছে। রাজ্যের আইনজীবী তখন প্রধান বিচারপতিকে জানান, কাজ শেষ করতে আরও কিছু সময় লাগবে। ১০ অক্টোবরের মধ্যে সিসিটিভি বসানোর কাজ হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। আইনজীবী দাবি করেন, রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে কাজ কিছুটা থমকে গিয়েছে।  

source:-hindustantimes.com


Related News