R Ashwin Creates History: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বিরল ‘হ্যাটট্রিক’ অশ্বিনের, এই নজির বিশ্বের আর কারও নেই
IND vs BAN, Kanpur Test: কানপুর টেস্টের চতুর্থ দিনের শেষে দুই ইনিংস মিলিয়ে ৪টি উইকেট সংগ্রহ করা মাত্রই চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারে পরিণত হন অশ্বিন।
বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টের প্রথম ইনিংসে ৪৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসেও তিনি বাংলাদেশের প্রথম ২টি উইকেট তুলে নেন। অর্থাৎ, চতুর্থ দিনের শেষেই কানপুর টেস্টে সাকুল্যে চারটি উইকেট সংগ্রহ করেন অশ্বিন। সেই সুবাদে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে বিরল এক হ্যাটট্রিক করেন রবিচন্দ্রন, যে নজির বিশ্বের আর কারও নেই। ছবি- এএফপি।
কানপুর টেস্টে দাপুটে বোলিংয়ের সুবাদে অশ্বিন জোশ হেজেলউডের পরে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৫০টি উইকেটের মাইলস্টোন টপকে যান। অর্থাৎ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রে উইকেট সংগ্রহের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রবিচন্দ্রন। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি উইকেট নেওয়ার নিরিখে হেজেলউডকে টপকে এক নম্বরে উঠে আসেন তিনি। ছবি- এএফপি।
অজি পেসার হেজেলউড চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ১১টি টেস্টের ২১টি ইনিংসে বল করে ৫১টি উইকেট নিয়েছেন। অশ্বিন ১০টি টেস্টের ১৯টি ইনিংসে বল করে ইতিমধ্যেই দখল করেছেন ৫২টি উইকেট। কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে উইকেট সংখ্যা আরও বাড়তে পারে রবিচন্দ্রনের। সেক্ষেত্রে হেজেলউডের থেকে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারেন অশ্বিন। ছবি- এএফপি।
source:-hindustantimes.com