CM Mamata tries to calm crying child: মুখ্যমন্ত্রীর 'মমতা', কান্নায় ভেঙে পড়া বাচ্চার মুখে হাসি ফোটাতে বাজালেন ঢাক

হোম

মুখ্যমন্ত্রী শিশুটিকে নিজের কোলে তুলে নেওয়ার জন্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে মায়ের কোল ছেড়ে শিশুটি মুখ্যমন্ত্রীর কাছে আসেনি। ততক্ষণে তার কান্নাও থামেনি। এই আবহে শিশুটির কান্না থামাতে মুখ্যমন্ত্রী নিজের হাতে ঢাকের কাঠি তুলে নেন।

পুজো উদ্বোধনে গিয়ে কাঁদতে থাকা শিশুর মুখে হাসি ফোটাতে ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে আদি বালিগঞ্জের পুজো মণ্ডপে। সেখানে পুজো উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পান, সেখানে হাজির এক মহিলার কোলে থাকা শিশু কাঁদছে। এই আবহে পুজো উদ্বোধনের আনুষ্ঠানিকতা সেরে সেদিকে এগিয়ে যান মমতা। মুখ্যমন্ত্রীকে জানানো হয়, ঘুম থেকে তুলে নিয়ে আসার কারণেই শিশুটি কাঁদছে। এরপর মুখ্যমন্ত্রী শিশুটিকে নিজের কোলে তুলে নেওয়ার জন্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে মায়ের কোল ছেড়ে শিশুটি মুখ্যমন্ত্রীর কাছে আসেনি। ততক্ষণে তার কান্নাও থামেনি। এই আবহে শিশুটির কান্না থামাতে মুখ্যমন্ত্রী নিজের হাতে ঢাকের কাঠি তুলে নেন। (আরও পড়ুন: 'পুজোয় দুষ্টু বৃষ্টি হবে', মণ্ডপ উদ্বোধনে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস দিলেন মমতা)

মুখ্যমন্ত্রী ঢাক বাজিয়ে শিশুটির মন জয়ের চেষ্টা করেন মণ্ডপেই। তবে সেই সময় শিশুটি পিছন ফিরে মায়ের কাঁধে মাথা রেখে কাঁদছিল। সেখানে অনেকেই শিশুটিকে মুখ্যমন্ত্রীর দিকে তাকাতে বলে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজের হাতে থাকা ঢাকের কাঠি শিশুটির হাতে তুলে দেন। তখন শান্ত হয় সে। এদিকে অপর এক ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধনের সময়ই মণ্ডপে অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে তাঁর। এবং তিনি সেই ব্যক্তির শুশ্রুষার জন্যে পরামর্শও দিতে শোনা যায় মমতাকে। উল্লেখ্য, গত পরশু, মহালয়া থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে বহু পুজোর উদ্বোধন করেছেন। নিজে মুখে তিনি দাবি করেছেন, মহালয়ার দিন তিনি ৩০০টির মতো পুজো উদ্বোধন করেছেন। আর ১০ অক্টোবর, দ্বিতীয়তে তাঁর ৪০০ পুজো উদ্বোধনের কথা। এই সবের মাঝেই বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজে ভিজেই কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুজো উদ্বোধন করলেন মমতা। কোথাও দুর্যোগ নিয়ে কথা বললেন, তো কোথাও পুজোর সময় আবহাওয়ার পূর্বাভাস দিলেন। জানালেন, পুজোর সময় বৃষ্টি হবে।

source:-hindustantimes.com


Related News