RG Kar Doctor Murder Case New Proofs: ফোন থেকে কী মোছেন সন্দীপ-অভিজিৎ? এখন সেই তথ্যই ঘোড়াতে পারে তদন্তের মোড়
রিপোর্টে দাবি কর হচ্ছে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের ফোনের ফরেন্সিক পরীক্ষার থেকে বেরিয়ে এসেছে যে ঘটনার পর তারা বেশ কিছু ফাইল মুছে ফেলেছিলেন নিজেদের ফোন থেকে। এখন সেই সব তথ্যই তদন্তের মোড় ঘোরাতে পারে বলে দাবি করা হচ্ছে।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় ইতিমধ্যেই চার্জ গঠন হয়ে গিয়েছে। এরই মাঝে এবার এই মামলার তদন্তে এল নয়া মোড়। রিপোর্টে দাবি কর হচ্ছে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের ফোনের ফরেন্সিক পরীক্ষার থেকে বেরিয়ে এসেছে নানান তথ্য।
আনন্দবাজার পত্রিকার রিপোর্টে দাবি করা হয়েছে, আরজি করে চিকিৎসক খুনের আগে ও পরে সন্দীপ এবং অভিজিৎ নিজেদের ফোন থেকে বহু তথ্য মুছে ফেলেছিলেন। তাঁদের মোবাইলের ফরেন্সিক পরীক্ষা এই কথা জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, বহু কল রেকর্ডিং, ভিডিয়ো এবং ছবি ডিলিট করা হয়েছিল দু'জনের ফোন থেকে।
source:-hindustantimes.com