Krishnanagar incident Latest Update: ছাত্রীর স্টেটাস দেখে ধৃতকে ফোন 'উদ্বিগ্ন বান্ধবীর', কথা ৪০ মিনিট ধরে, ততক্ষণে…
১৫ অক্টোবরের মধ্যরাতে প্রেমিকাকে ফোন করেছিল ধৃত যুবক। তবে এর আগে ৪০ মিনিট ধরে অন্য এক বন্ধবীর সঙ্গে নাকি ফোনে কথা বলেছিল সে। এই আবহে তদন্তের স্বার্থে টাইমলাইন সাজাচ্ছে পুলিশ।
কৃষ্ণনগর কাণ্ডে ছাত্রীর স্টেটাস দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তাই সেই ছাত্রীর প্রেমিককে ফোন করেছিলেন বান্ধবী। সেই কথোপকথন চলেছিল ৪০ মিনিট ধরে। পরে নাকি শেষবার রাত ১২টা ২ মিনিট নাগাদ ছাত্রীকে ফোন করেছিলেন প্রেমিক। তবে তখন আর ফোন ধরেননি তরুণী। এরপর ১৬ অক্টোবর সকালে পুজো মণ্ডপের সামনে থেকে উদ্ধার করা হয় তরুণীর অর্ধনগ্ন, অর্ধদগ্ধ দেহ।
উল্লেখ্য, কৃষ্ণনগরের ঘটনায় পুলিশ গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে। মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগ দায়ের হয়েছিল। তবে তদন্ত এগোতেই প্রশ্ন উঠেছে, সেই তরুণীকে কি আদৌ খুন করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন? হোয়াটসঅ্যাপ, ফেসবুকের পোস্ট এবং মাকে পাঠানোর তরুণীর বার্তার জেরেই সেই ধন্দ তৈরি হয়েছে। সেই সব পোস্টে লেখা হয়েছিল, 'আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়'। যদিও মৃতার মায়ের অভিযোগ, জোর করে মেয়েকে দিয়ে তা লেখানো হয়েছিল।
source:-hindustantimes.com