SC on WB VC appointment: আপাতত হস্তক্ষেপে 'না' সুপ্রিম কোর্টের,উপাচার্য নিয়োগে মমতার পছন্দের তালিকা যাবে রাজ্যপালের কাছে
উপাচার্য নিয়োগ মামলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানিয়ে দিল, আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকা যাবে আচার্য তথা রাজ্যপালের কাছে।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগে দীর্ঘদিন ধরে জট তৈরি হয়ে আছে। এই আবহে এই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উপাচার্য নিয়োগ মামলায় শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানিয়ে দিল, আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকাই যাবে আচার্য তথা রাজ্যপালের কাছে। (আরও পড়ুন: সরকারি কর্মী নিয়োগে বৈষম্য কেন? দীর্ঘ কয়েক দশকের নিয়ম খারিজ সুপ্রিম কোর্টে)
আরও পড়ুন: জুনিয়র ডাক্তাররা কী কারণে অনশন আর আন্দোলন তুললেন, তাঁরাই বলতে পারবেন: শুভেন্দু
আরও পড়ুন: ধেয়ে আসছে দুর্যোগের ঘন কালো মেঘ, জেলায় জেলায় জারি লাল সতর্কতা, কবে কোথায় বৃষ্টি?
এর আগ এই মামলায় ‘সার্চ-কাম-সিলেকশন’ কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময় প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছিল, সার্চ-কাম-সিলেকশন কমিটির তরফ থেকে প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্যে তিনটি নাম বাছাই করবে। সেই তালিকা যাবে মুখ্যমন্ত্রীর কাছে। তবে সেই তালিকায় নাম থাকবে আদ্যাক্ষরের ভিত্তিতে। এরপর সেই তালিকা থেকে নিজের পছন্দের ভিত্তিতে মুখ্যমন্ত্রী একটি তালিকা তৈরি করবেন। সেখানে তাঁর সবচেয়ে পছন্দের প্রার্থীর নাম ওপরে থাকবে। এবং সার্চ কমিটির তালিকায় থাকা কোনও নামে আপত্তি থাকলে, তাও উল্লেখ থাকবে মুখ্যমন্ত্রীর তালিকায়। সঙ্গে থাকবে আপত্তির কারণ। সেই তালিকা রাজ্যপালের কাছে পাঠাবেন মুখ্যমন্ত্রী। (আরও পড়ুন: 'মিলেছে প্রমাণ', আরজি কর কাণ্ডে এবার সন্দীপের বিরুদ্ধে পেশ হবে চার্জশিট)
source:-hindustantimes.com