রবিবার আসছেন অমিত শাহ, দেখা হবে কি আরজি করের নির্যাতিতার মা - বাবার সঙ্গে?
গত ১৭ অক্টোবর রাজ্য বিজেপির তরফে জানানো হয়, ২৩ অক্টোবর রাতে কলকাতায় আসছেন অমিত শাহ। ২৪ অক্টোবর EZCCতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন তিনি। এর পর আরামবাগ, কল্যাণী ও পেট্রাপোলেও শাহের কর্মসূচি থাকবে।
বুধবারের সফর বাতিল ঘোষণা করা হয়েছিল আগেই। তার বদলে রবিবার পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। সেদিন বিধাননগরের EZCCতে বিজেপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। তবে কলকাতার বাইরে তাঁর কর্মসূচিগুলি হবে কি না সেব্যাপারে এখনও কিছু বলতে পারেননি তিনি।
গত ১৭ অক্টোবর রাজ্য বিজেপির তরফে জানানো হয়, ২৩ অক্টোবর রাতে কলকাতায় আসছেন অমিত শাহ। ২৪ অক্টোবর EZCCতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন তিনি। এর পর আরামবাগ, কল্যাণী ও পেট্রাপোলেও শাহের কর্মসূচি থাকবে। কিন্তু মঙ্গলবার বিজেপির সূত্রে জানা যায় বুধধবার রাজ্যে আসছেন না শাহ। তবে কেন তাঁর সফর বাতিল হল তা নিয়ে কিছু জানানো হয়নি। রাজ্যে ঘূর্ণিঝড়ের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যই সফর বাতিল হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ এই আবহাওয়ায় হেলিকপ্টার ওড়া সম্ভব নয়।
জানা গিয়েছে, রবিবার কলকাতা আসবেন শাহ। সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করবেন তিনি। আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের অনশনের মধ্যে শাহের কলকাতা আসার খবরে রাজনীতির ময়দানে শোরগোল শুরু হয়েছিল। ইতিমধ্যে রাজ্যে বেজে উঠেছে উপনির্বাচনের দামামা। তবে তা নিয়ে শাহ কোনও মন্তব্য করবেন বলে মনে করছে না বিজেপির রাজ্য নেতৃত্ব। এর মধ্যে শাহের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন আরজি করের নির্যাতিতার বাবা মা। সফর পিছোলেও বাতিল হচ্ছে না বলেই খবর বিজেপি সূত্রে।
source:-hindustantimes.com