RG Kar incident Impact: আরজি কর কাণ্ডের জের, পুলিশের চাকরি ফিরিয়ে 'সাহস' দেখালেন মৃত সার্জেন্টের স্ত্রী
সাহস সংক্রামক। তাই যেন প্রমাণ করলেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট প্রয়াত সৌরভ দত্তর স্ত্রী ঝর্ণা। আরজি কর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের বিচার চেয়ে যখন গোটা রাজ্য উত্তাল, তখন পুলিশের তরফ থেকে দেওয়া চাকরি প্রত্যাখ্যান করলেন প্রয়াত সৌরভবাবুর স্ত্রী। ঝর্ণা দত্ত নিজে একজন কবি। তিনি জানিয়ে দেন, আরজি কর কাণ্ডের জেরেই এই সিদ্ধান্ত তাঁর। (Hindustan Times)
উল্লেখ্য, স্বামী কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট ছিলেন সৌরভ দত্তে ররহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল। এই আবহে সৌরভের মৃত্যুর পর কলকাতা পুলিশে ঝর্ণাকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে ঝর্ণাদেবী নিজে চারি নিতে চাননি। আবেদন করেছিলেন, মেয়ে স্নিগ্ধার জন্যে যদি সেটি সংরক্ষিত রাখা যায়। তবে আরজি করের আবহে তাঁর মেয়েও সেই চাকরি নেবে না বলে জানিয়ে দেন ঝর্ণা দেবী। (Hindustan Times)
এই বিষয়ে ঝর্ণা দত্ত বলেছেন, 'আমি আগেই চাকরি প্রত্যাখ্যান করেছি। মেয়ের জন্য সংরক্ষিত রাখার অনুরোধ করেছিলাম। ভেবেছিলাম মেয়ে সাবালক হয়ে বাবার চাকরি করবে। কিন্তু চলতি আবহে সেই সিদ্ধান্ত থেকে সরে এলাম। নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে মেয়েকে কলকাতা পুলিশে চাকরি করতে পাঠাতে পারব না।'
source:-https://bangla.hindustantimes.com/