Vivek Ramaswamy quits DOGE: 'একা' হলেন মাস্ক, ট্রাম্পের মনোনীত DOGE কো-চেয়ারম্যানের পদে থাকবেন না রামাস্বামী

আন্তর্জাতিক

ট্রাম্প শিবিরের মুখপাত্র অ্যানা কেলি বলেন, ‘ডিপাটমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সির গঠনের জন্য গত ২ মাস ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিবেক রামাস্বামী। তবে তিনি শীঘ্রই নির্বাচিত পদের জন্যে প্রতিদ্বন্দ্বিতা। যার জন্যে তাঁকে ডিপাটমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সির বাইরে থাকতে হবে।’

ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামীকে 'ডিপাটমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি'র প্রধান হিসেবে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার কয়েক ঘণ্টা যেতে না যেতেই হোয়াইট হাউজের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, বিবেক রামাস্বামী আর 'ডিপাটমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি'র কো-চেয়ারম্যান পদে থাকবেন না। এই আবহে এখন এই দফতরের মাথায় শুধুমাত্র ইলন মাস্ক একাই থাকবেন। এই বিষয়ে ট্রাম্প শিবিরের মুখপাত্র অ্যানা কেলি বলেন, 'ডিপাটমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সির গঠনের জন্য গত ২ মাস ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিবেক রামাস্বামী। তবে তিনি শীঘ্রই নির্বাচিত পদের জন্যে প্রতিদ্বন্দ্বিতা। যার জন্যে তাঁকে ডিপাটমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সির বাইরে থাকতে হবে। তিনি গত ২ মাসে যা কাজ করেছেন, তার জন্যে আমরা তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আশা করছি, আগামীতে তিনি আমেরিকাকে ফের মহান বানানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবেন।'

 

Source : bangla.hindustantimes.com


Related News