গেম চেঞ্জার-পুষ্পা ২-র প্রযোজকদের বাড়িতে আয়কর বিভাগের হানা! দিল রাজুর বাড়ি থেকে অফিস কোথায় কোথায় চলল তল্লাশি?
Pushpa 2-Game Changer IT Raids: আয়কর বিভাগের তরফে এদিন দক্ষিণের জনপ্রিয় প্রযোজকদের বাড়ি থেকে অফিস সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। গেম চেঞ্জার ছবির প্রযোজক দিল রাজু, পুষ্পা ২ ছবির প্রযোজকদের বিভিন্ন বাড়ি, অফিসে এদিন হানা দেওয়া হয়। কিন্তু কেন?আয়কর বিভাগের তরফে এদিন দক্ষিণের জনপ্রিয় প্রযোজকদের বাড়ি থেকে অফিস সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। গেম চেঞ্জার ছবির প্রযোজক দিল রাজু, পুষ্পা ২ ছবির প্রযোজকদের বিভিন্ন বাড়ি, অফিসে এদিন হানা দেওয়া হয়।১২৩ তেলুগু ওয়েবসাইটের তরফে এদিন জানানো হয় মঙ্গলবার, ২১ জানুয়ারি এই রেইড শুরু হয়। প্রায় ৫৫টি টিম মিলে ৮ জায়গায় এদিন তল্লাশি চালায় যেখানে গেম চেঞ্জার ছবির প্রযোজক দিল রাজুর জুবিলি হিলস, বানজারা হিলসের বাড়ি থেকে অফিস সব আছে। এমনকি তাঁর ভাই শিরীষ এবং মেয়ে হংসিতা রেড্ডি সহ অন্যান্য আত্মীয়র বাড়িতেও হানা দিয়েছে আয়কর বিভাগ। চলেছে তল্লাশি।
Source:hindustantimes.com