Jaishankar and Quad Meeting Update: কোনও বাড়াবাড়ি নয়! ট্রাম্প আসার পরই চিনকে কড়া বার্তা কোয়াডের, বড় কথা জয়শংকরের
নয়া মার্কিন বিদেশ সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুক্ষণের মধ্যেই কোয়াডের বৈঠক সারলেন মার্কো রুবিও। যে কোয়াডে আছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা। তাতে নাম না করে চিনকে কড়া বার্তা দেওয়া হল। মুখ খুললেন এস জয়শংকরও।ক্ষমতায় এসেই কোয়াডের সঙ্গে সুর মিলিয়ে চিনকে কড়া বার্তা দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সরাসরি চিনের নাম না করা হলেও ভারত, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার চতুর্দেশীয় অক্ষ বা কোয়াডের বিদেশমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বেজিংকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে শক্তিপ্রয়োগ করে বা জোরজবরদস্তি করে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একতরফা কোনও স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটনার চেষ্টা করা হলে সেটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আলাদাভাবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরও জানিয়েছেন, কোয়াডের বৈঠক থেকে স্পষ্ট বার্তা দেওয়া হল যে এই অনিশ্চিত দুনিয়ায় বিশ্বের ভালোর জন্য কাজ করবে কোয়াড।
Source:jagran.com