Maha Kumbh 2025 Last Sahi Snan: মহাকুম্ভের শেষ শাহিস্নানে উপচে পড়ল ভিড়, অফিসে বসে নজরদারি যোগীর, মোতায়েন কত পুলিশ?

হোম

এর আগে ২৫ ফেব্রুয়ারি ১.৩৩ কোটি পূণ্যার্থী মহাকুম্ভে স্নান করেন। আজ সংখ্যাটা এর থেকেও অনেক বেশি হবে বলে দাবি করেন পুলিশ কর্তা। এর জন্যে ৩৭ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে, ১৪ হাজার হোমগার্ড মোতায়েন করা হয়েছে। ২৭৫০টি এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ৩টি জল পুলিশ স্টেশন বসানো হয়েছে। 

সপ্তাহ খানেক আগে শাহি স্নানের সময় হুড়োহুড়ির জেরে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন বহু পূণ্যার্থী। সেই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বাংলার মুখ্যমন্ত্রী এই আবহে মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' আখ্যা দিয়েছিলেন। তবে সেই মর্মান্তিক ঘটনার পুনরবৃত্তি যাতে ফের না ঘটে, তার জন্যে আজ তৎপর উত্তরপ্রদেশ প্রশাসন। আজ মহা শিবরাত্রি উপলক্ষে মহাকুম্ভের শেষ শাহি স্নান। এই আবহে কুম্ভে ডুব দিয়ে পূণ্য অর্জনের 'শেষ সুযোগ' যাতে হাতছাড়া না হয়ে যায়, তার জন্যে লাখ লাখ পূণ্যার্থী প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন। আর গোটা পরিস্থিতির ওপর নিজের অফিস থেকে নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বয়ং। জানা গিয়েছে, গোরক্ষনাথ মন্দিরে একটি কন্ট্রোল রুম খুলেছেন যোগী। সেখান থেকেই অনবরত নজরদারি চালাচ্ছেন তিনি। (আরও পড়ুন: 'নয়া সূচনা' নিয়ে বড় দাবি চিনা রাষ্ট্রদূতের, বেজিংয়ে মোদীকে চাইছে চিন)

আরও পড়ুন: চালু হবে 'গোল্ড কার্ড', মার্কিন নাগরিত্বের টিকিট বিক্রির ঘোষণা ট্রাম্পের

উল্লেখ্য, মহাকুম্ভের শেষ শাহি স্নানের সময় সঙ্গমে ডুব দিতে ভোররাত থেকেই ঘাটে ঘাটে ভিড় জমিয়েছেন লক্ষাধিক পূণ্যার্থী। গত ১৩ জানুয়ারি মহাকুম্ভের সূচনা ঘটেছিল। ৬ সপ্তাহ ধরে চলেছে এই ধর্মীয় 'মহামিলন'। এর মধ্যে মোট ৬ দিন 'শাহি স্নানের যোগ' ছিল- ১৩ জানুয়ারি (পৌষ পূর্ণিমা), ১৪ জানুয়ারি (মকর সংক্রান্তি), ২৯ জানুয়ারি (মৌনী অমাবস্যা), ৩ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমী), ১২ ফেব্রুয়ারি (মাঘী পূর্ণিমা), ২৬ ফেব্রুয়ারি (শিবরাত্রি)। এর মধ্যে গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিনে মহাকুম্ভে পূণ্যার্থীদের হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু ঘটেছিল। যার জেরে উত্তরপ্রদেশ এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগেছিলেন বিরোধী নেতারা। এরপরে সম্প্রতি আবার নয়াদিল্লি রেল স্টেশনে মহাকুম্ভগামী যাত্রীদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু ঘটেছিল। এই আবহে মহাকুম্ভের শেষ শাহি স্নানের জন্যে উত্তরপ্রদেশ পুলিশ তৎপর। (আরও পড়ুন: ইউনুসের বাংলাদেশকে কাছে টানতে নয়া ছক, 'রেড কার্পেট' বিছিয়ে দিল চিন)

 

Source : bangla.hindustantimes.com


Related News