
চুমু-বিতর্ক অতীত, মহাকুম্ভে স্ত্রী নিয়ে উদিত নারায়ণ, দিলেন আস্থার ডুব! পুণ্যস্নান শেখর ও অধ্যায়ন সুমনেরও
শেখর সুমন এবং অধ্যয়ন সুমনকে এবার দেখা গেল মহাকুম্ভ উপলক্ষে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে।
মঙ্গলবার প্রয়াগরাজে মহা কুম্ভমেলায় স্নান করলেন অভিনেতা শেখর সুমন ও তাঁর ছেলে অধ্যয়ন সুমন। ইতিমধ্যে বহু তারকা হাজির হয়েছেন এখানে। যার মধ্যে রয়েছেন বলিউডের অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফদের মতো তারকারা।
মহাকুম্ভ নিয়ে যা বললেন শেখর সুমন
শেখর এএনআইকে জানান, ‘এই জায়গাটি আত্মা, বিবেক, দেহের সঙ্গম... আমদার সংস্কৃতি, কর্ম, ধর্মের। আমরা ভাগ্যবান যে এখানে এসে পবিত্র স্নান করার সুযোগ পেয়েছি।’
মহাকুম্ভে উদিত নারায়ণ
মঙ্গলবার মহাকুম্ভ মেলায় যোগ দিতে প্রয়াগরাজে পৌঁছন গায়ক উদিত নারায়ণও। সঙ্গে ছিলেন স্ত্রী দীপা নারায়ণ ঝা।
সংবাদসংস্থা এএনআইকে উদিত বলেন, ‘আমি খুব খুশি যে ঈশ্বর আমাকে এই শুভসময়ে কুম্ভমেলায় আসার সুযোগ দিয়েছেন। ১৪৪ বছর পর এমন ঘটনা চাক্ষুষ করলাম আমরা। এটা অনেক আনন্দের বিষয়। আমি ভারত সরকার এবং উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানাই।’ আজ অর্থাৎ, বুধবার মহা শিবরাত্রির পরেই এটি শেষ হয়ে যাবে।
সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স-এ পোস্ট করেছেন, ‘আজ ১.৩০ কোটিরও বেশি ভক্ত এবং এতদিনে ৬৩.৩৬ কোটিরও বেশি ভক্ত সমাগম হয়েছে মহাকুম্ভ ২০২৫-এ। যারা ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন। প্রয়াগরাজ, ভারতের বিশ্বাস এবং সনাতন ধর্মের সম্প্রীতির জীবন্ত প্রতীক। মানবতার উৎসব। ঐক্যের এই মহাযজ্ঞে আজ যে সমস্ত পূজনীয় সাধু-সন্ন্যাসীরা পবিত্র স্নানের সুযোগ পেয়েছেন, তাঁদের জানাই আন্তরিক অভিনন্দন! জয় মা গঙ্গা!’
গত কয়েকদিনে শাশুড়িমাকে নিয়ে ক্যাটরিনা কাইফ, রবিনা ট্যান্ডন, তার মেয়ে রাশা থাডানি এবং অক্ষয় কুমার মহাকুম্ভে গিয়েছিলেন।
মহা কুম্ভের শেষ দিনে ভক্তদের ব্যাপক আগমন ঘটবে এমন আশা রেখে, স্যানিটাইজেশন, নিরাপত্তা, সমস্ত দিকেই জোর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে।
Source : bangla.hindustantimes.com