Assam Earthquake আবারও ভূমিকম্প! গভীর রাতে কেঁপে উঠল অসম, রিখটার স্কেলে মাত্রা ৫

হোম

জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার রাত ২টো ২৫ নাগাদ ভূ-কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও।

আবারও ভূমিকম্প। এ বার কেঁপে উঠল অসম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।

জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার রাত ২টো ২৫ নাগাদ ভূ-কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ১৬ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভূ-কম্পন অনুভূত হয়েছিল। কেঁপে উঠেছিল পশ্চিমবঙ্গের পড়শিদেশ বাংলাদেশও। যার উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলেমিটার গভীরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.১।

গত সপ্তাহে তিন ঘণ্টারও কম সময়ে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি, বিহার, অসম ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল। দিল্লি ও বিহারে কম্পনের মাত্রা ছিল ৪। তবে ওড়িশার পুরীর ভূমিকম্পের তীব্রতার মান ছিল ৪.৭, অসমের লাচুঙে তীব্রতা ছিল ২.৩। এই নিয়ে ফেব্রুয়ারি মাসে দু’বার কেঁপে উঠল অসম।

 

Source : www.anandabazar.com


Related News