Pune Bus Rape Case পুণে ধর্ষণকাণ্ডে অবশেষে পুলিশের জালে অভিযুক্ত, গ্রেফতার করতে নামাতে হয় ড্রোন, পুলিশ কুকুরও!

হোম

ঘটনার পর থেকে অভিযুক্তের খোঁজ শুরু হলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যায়নি। পুলিশের ১৩টি দল তৈরি করে অভিযুক্তের খোঁজ চালানো হয়েছিল। আনা হয় স্নিফার ডগও।

পুণেতে সরকারি বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় অবশেষে অভিযুক্তের নাগাল পেল পুলিশ। শুক্রবার সকালে মহারাষ্ট্রের শিরুর থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। শিরুর এলাকার একটি খামারে অভিযুক্ত লুকিয়ে রয়েছেন, এমন খবর পেয়েই এলাকাটি চার দিক থেকে ঘিরে ফেলে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে একটি বাড়িতে খাবার খেতে গিয়েছিলেন অভিযুক্ত। গোপন ডেরা থেকে বেরোতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

গত দু’দিন ধরে তন্ন তন্ন করে অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। মঙ্গলবার ভোরে পুণের স্বর্গেট বাসস্ট্যান্ডে একটি ফাঁকা বাসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে কড়া পরীক্ষার মুখে পড়তে হয় পুণে পুলিশকে। ঘটনার পর থেকে অভিযুক্তের খোঁজ শুরু হলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যায়নি। পুলিশের ১৩টি দল তৈরি করে অভিযুক্তের খোঁজ চালানো হয়েছিল। আনা হয় স্নিফার ডগও। এমনকি অভিযুক্তকে তাঁর বাড়ির কাছের আখখেতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়।

এর আগে পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ঘটনার পর পুণে থেকে পালানোর জন্য একটি সব্জিবোঝাই ট্রাকে উঠেছিলেন অভিযুক্ত। সেখান থেকে পালিয়ে নিজের গ্রামে চলে আসেন। তার পর প্রমাণ লোপাট করার জন্য জামা, জুতো বদলে ফেলেন।

পুলিশ জানতে পেরেছে, ধর্ষণের ঘটনা মঙ্গলবার সকাল পৌনে ৬টা থেকে ৬টার মধ্যে হয়েছে। নির্যাতিতা পুলিশের কাছে জানিয়েছেন, বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় এক ব্যক্তি তাঁর কাছে আসেন। তাঁকে ‘দিদি’ বলে সম্বোধন করেন। কোন বাসের অপেক্ষা করছেন জানতে চান। সব কিছু জানার পর তাঁকে বাসডিপোয় একটি বাসের সামনে নিয়ে গিয়ে বলেন, ‘‘এই বাস ছাড়বে। আপনি ভিতরে গিয়ে বসুন।’’ কিন্তু বাসে অন্য কোনও যাত্রী না দেখতে পেয়ে একটু খটকা লাগে। বাসে উঠে বসেন মহিলা। অভিযোগ, তিনি বাসে উঠতেই ওই ব্যক্তি দরজা আটকে দেন। তার পর তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

পুলিশ এ-ও জানতে পেরেছে যে, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অপরাধের অভিযোগ রয়েছে। তিনি একাধিক বার জেল খেটেছেন। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন। তার পর আবার ধর্ষণকাণ্ডে নাম জড়াল ওই যুবকের। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, মুখে মাস্ক পরে বাস থেকে নামছেন তিনি। পরিচয় গোপনের উদ্দেশ্যেই তিনি মাস্ক পরেছিলেন বলে মনে করছেন তদন্তকারীরা।

 

Source : www.anandabazar.com


Related News