Pune Bus Rape Case ৫০০ পুলিশ, ৪০০ গ্রামবাসী, ড্রোন এবং ৭৫ ঘণ্টার তল্লাশি! কী ভাবে গ্রেফতার পুণেকাণ্ডের অভিযুক্ত?

হোম

গত মঙ্গলবার পুণের স্বরগেট বাসডিপোয় এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় চলছে মহারাষ্ট্রে। টানা ৭৫ ঘণ্টা তল্লাশির পর অবশেষে গ্রেফতার অভিযুক্ত।

ধর্ষণের পর থেকেই গা-ঢাকা দিয়েছিলেন পুণের ধর্ষণকাণ্ডের অভিযুক্ত। মঙ্গলবার থেকে টানা তল্লাশি চালানো হচ্ছিল তাঁর খোঁজে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ জানতে পারে, স্বরগেট বাসডিপো থেকে একটি সব্জিবোঝাই গাড়িতে চেপে চম্পট দেন অভিযুক্ত। তাঁর খোঁজে ৫০০ পুলিশকর্মী এবং আধিকারিকদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়।

পুণের পুলিশ কমিশনার অমিতেশ কুমার বলেন, ‘‘গত তিন দিন ধরে ৫০০ পুলিশকর্মী এবং অফিসারেরা অভিযুক্তের খোঁজ চালাচ্ছিলেন পুণের আশপাশে। নামানো হয়েছিল ডগ স্কোয়াড। এমনকি অভিযুক্তকে খুঁজতে ব্যবহার করা হয় ড্রোনও।’’ অবশেষে শিরুরে তাঁর গ্রাম থেকেই বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

কী ভাবে অভিযুক্তের খোঁজ পেল পুলিশ? এ প্রসঙ্গে পুলিশ কমিশনার জানিয়েছেন, গোপন সূত্রে তাঁরা প্রথমে খবর পেয়েছিলেন শিরুরের একটি গ্রামে আত্মগোপন করে আছেন অভিযুক্ত। সেই খবর পেয়েই ওই গ্রামে পৌঁছোয় পুলিশদল। গোটা গ্রামকে ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। গ্রামবাসীদেরও সতর্ক করে দেওয়া হয়। ৪০০ গ্রামবাসীকেও অভিযুক্তের খোঁজে লাগানো হয়। প্রথমে মনে করা হয়েছিল, আখখেতে লুকিয়ে রয়েছেন অভিযুক্ত। ১০ ফুট সমান সেই আখখেতে তল্লাশি চালানো খুবই সমস্যা হচ্ছিল। কয়েক বিঘা জুড়ে সেই আখখেত। সেখানে তল্লাশি চালাতে ড্রোনের সাহায্য নেওয়া হয়। তার পাশাপাশি, বেশ কয়েকটি স্নিফার ডগকেও কাজে লাগানো হয়।

পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, বৃহস্পতিবার সারা দিন ধরে গুনাট গ্রামে তল্লাশি চালানো হয়। রাতে আখখেতে তল্লাশি বন্ধ রাখা হয়। রাত তখন ১২টা। গ্রামেই এক আত্মীয়ের বাড়িতে খাবার এবং জল চাইতে আসেন অভিযুক্ত। পুলিশ কমিশনার বলেন, ‘‘খাবার নিতে আসার খবর পেয়েই অভিযুক্তকে ধরতে গিয়েছিলাম। কিন্তু তার আগেই পালিয়ে গিয়েছিলেন।’’ তখন পুলিশের সন্দেহ হয়, ওই বাড়ির আশপাশেই কোথাও লুকিয়ে রয়েছেন অভিযুক্ত। বাড়ি থেকে ১৫০-২০০ মিটার দূরেই রয়েছে একটি খাল। অভিযুক্ত যে ওখানে লুকিয়ে থাকতে পারেন, সেটা আন্দাজ করেই খালের পাড়ে তল্লাশি শুরু করে পুলিশ। খালপাড়ের পাশেই একটি ধানখেত থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গত মঙ্গলবার পুণের স্বরগেট বাসডিপোয় এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় চলছে মহারাষ্ট্রে। টানা ৭৫ ঘণ্টা তল্লাশির পর অবশেষে গ্রেফতার অভিযুক্ত।

 

Source : www.anandabazar.com


Related News