Congress Leader Death হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনের তদন্তে সিট

হোম

শুক্রবার রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে হাইওয়ের পাশে নীলরঙের ট্রলিব্যাগ থেকে হিমানীর দেহ উদ্ধার হয়।

হরিয়ানায় কংগ্রেস নেত্রী হিমানী নরওয়াল খুনে বিশেষ তদন্তকারী দল(সিট) গঠিত হয়েছে। সাম্পলার ডেপুটি পুলিশ সুপার রজনীশ কুমার আজ এ কথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, তদন্তে সাইবার সেল এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যও নেওয়া হচ্ছে। এরই মধ্যে হিমানীর মা সবিতার অভিযোগ, তাঁর মেয়ের খুনের সঙ্গে কংগ্রেসেরই কারও যোগ থাকতে পারে। কারণ, দলে হিমানীর উত্থান অনেকেই মেনে নিতে পারছিলেন না।

শুক্রবার রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে হাইওয়ের পাশে নীলরঙের ট্রলিব্যাগ থেকে হিমানীর দেহ উদ্ধার হয়। হিমানীর পরিবারের দাবি ওই ট্রলিব্যাগটি তাঁদেরই। বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল ব্যাগটি। বিজ্ঞানে স্নাতক এমবিএ করা এই কংগ্রেস নেত্রীর খুনের ঘটনায় হরিয়ানায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। সাম্পলার পুলিশ সুপার বলেছেন, ‘‘তদন্তে সিট গঠন করা হয়েছে। সাহায্য নেওয়া হচ্ছে সাইবার সেল এবং ফরেন্সিক বিভাগেরও। তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে। পরিবারের তরফে নির্দিষ্ট ভাবে কাউকে সন্দেহ করা হচ্ছে না। মৃতার মা ও ভাই দিল্লিতে থাকেন। উনি (হিমানী) একাই থাকতেন। আইন নিয়ে পড়াশোনা করছিলেন।’’ ডেপুটি পুলিশ সুপারের দাবি, খুব শীঘ্রই এই মৃত্যু রহস্যের কিনারা হয়ে যাবে।

পুলিশের কাছে স্পষ্ট করে কারও বিরুদ্ধে কিছু না বললেও হিমানীর মা সবিতা মেয়ের খুনের পিছনে দলের কারও যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘নির্বাচন আর দলই ছিল আমার মেয়ের জীবন। তাঁর দ্রুত উত্থান দলেরঅনেকেই মেনে নিতে পারছিলেন না। দলের কেউ কেউ নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সেই জন্য দলের মধ্যেই তার অনেক শত্রু তৈরি হয়েছিল। দলেরই কিছু লোকহিমানীর খুনে জড়িত থাকতে পারেন।’’ তিনি আরও জানিয়েছেন, হিমানী কখনও অন্যায়ের সঙ্গে আপস করেননি। গত ১০ বছর ধরে কংগ্রেসের হয়ে কাজ করেছেন। গত ২৭ ফেব্রুয়ারি কন্যার সঙ্গে শেষ বার কথা হয়েছিল তাঁর। তার পরদিনই ভূপিন্দ্রর সিংহ হুডার একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। ওই দিন কন্যাকে ফোনও করেছিলেন। কিন্তু ফোন বন্ধ ছিল। সবিতা জানিয়েছেন, হুডা পরিবারের সঙ্গে বিশেষ করে ভূপিন্দর হুডার স্ত্রীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হিমানীর।

 

Source : www.anandabazar.com


Related News