
বক্তৃতায় ডিমের দাম থেকে বাক্স্বাধীনতা
দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরে স্থানীয় সময় বুধবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকান কংগ্রেসের মুখোমুখি হয়েছিলেন। দিয়েছেন একাধিক প্রতিশ্রুতি।
‘‘অন্য কোনও প্রশাসন যা চার বছর বা আট বছরে করবে, আমরা তা ৪৩ দিনে করে দেখিয়ে দিলাম।’’ এই দাবি দেশের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরে স্থানীয় সময় বুধবার তিনি আমেরিকান কংগ্রেসের মুখোমুখি হয়েছিলেন।
গত কাল কংগ্রেসের এই বিশেষ যুগ্ম অধিবেশনে প্রেসিডেন্ট জানান, বিভিন্ন ‘গুরুত্বপূর্ণ’ বিষয় সুনিশ্চিত করতে তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি এগজ়িকিউটিভ অর্ডারে সই করেছেন। উদাহরণস্বরূপ তিনি জানান, ‘মেয়েদের খেলা থেকে পুরুষদের নিষিদ্ধ করা’ এবং ‘পুরুষ ও নারী, শুধু এই দু’টিই যে প্রাকৃতিক লিঙ্গ তা সরকারি ভাবে নিশ্চিত করার’ লক্ষ্যে পদক্ষেপ করেছেন তিনি। লিঙ্গ-বিষয়ে আমেরিকান প্রেসিডেন্টের নানা মন্তব্যে এর আগেই বিতর্কে সৃষ্টি হয়েছিল। তৃতীয় লিঙ্গের মানুষদের সেনাবাহিনী থেকে বিতাড়িত করা ও রূপান্তরিত মহিলাদের মেয়েদের সঙ্গে কোনও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া নিষিদ্ধ করার মতো বিতর্কিত পদক্ষেপের দিকে এগিয়েছেন তিনি। কংগ্রেসের সামনে তাঁর বক্তৃতা স্পষ্ট করে দিল, নিজের সেই অবস্থান থেকে সরছেন না ট্রাম্প। প্রেসিডেন্টের আরও দাবি, তিনি ‘বাক্স্বাধীনতা অক্ষুণ্ণ’ রাখতেও জরুরি পদক্ষেপ করছেন।
বক্তৃতায় এক ‘ভয়ঙ্কর জঙ্গি’কে ধরার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। ২০২১ সালের ২৬ অগস্ট, তালিবান কাবুল দখল করার কিছু দিন পরেই যখন তড়িঘড়ি আফগানিস্তান ছাড়ছে আমেরিকান সেনা, তখন কাবুল বিমানবন্দরের বাইরে এক বোমা বিস্ফোরণে ১৭০ জন আফগান ও ১৩ জন আমেরিকান সেনা নিহত হয়েছিলেন। ট্রাম্পের দাবি, সেই হামলা যে ইসলামিক স্টেট জঙ্গির কীর্তি, পাকিস্তানের সহায়তায় তাকে গ্রেফতার করা গিয়েছে। ২০২৩ সালে হোয়াইট হাউস এক বিবৃতি জারি করে জানিয়েছিল, বিমানবন্দর হামলার সেই জঙ্গি আফগানিস্তানের নতুন তালিবান সরকারের সেনার হাতে নিহত হয়েছে। কিন্তু ট্রাম্প কাল দাবি করেছেন, ‘‘পাকিস্তানের সহায়তায় এই হামলার মূল চক্রীকে আমরা গ্রেফতার করতে পেরেছি। এই মুহূর্তে তাকে আমেরিকা আনা হচ্ছে। এ দেশে বিচারের তরোয়ালের সামনে তাকে মুখোমুখি দাঁড় করানো হবে। পাকিস্তানকে অনেক ধন্যবাদ।’’ এই জঙ্গির নাম ট্রাম্প প্রকাশ না করলেও আমেরিকার একটি সংবাদ সংস্থা সূত্রের খবর, তার নাম, মহম্মদ শরিফুল্লা ওরফে জাফর। ইসলামিক স্টেটের আফগানিস্তান ও পাকিস্তান শাখার সদস্য সে।
বক্তৃতায় ইউক্রেনের প্রসঙ্গও ছুঁয়ে যান ট্রাম্প। দিন কয়েক আগেই, খাস হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে প্রবল তরজায় জড়িয়ে পড়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। যার জেরে মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান জ়েলেনস্কি। অংশ নেননি নৈশভোজেও। ট্রাম্প জানান, তার পরে জ়েলেনস্কি আজ সকালে তাঁকে চিঠি দিয়ে জানিয়েছেন, ‘শান্তি-আলোচনার জন্য প্রস্তুতি’ নিচ্ছেন তাঁরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকেও তিনি স্পষ্ট বার্তা পেয়েছেন যে, রাশিয়া শান্তি আলোচনায় আগ্রহী, দাবি করেন ট্রাম্প। ‘শান্তি ফিরলে কী ভাল হবে, তাই না’, মন্তব্য প্রেসিডেন্টের।
জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নানা প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করার ফাঁকে আর একটি জরুরি বিষয় নিয়েও মন্তব্য করতে ছাড়েননি প্রেসিডেন্ট। বলেছেন, ‘ডিমের দাম কী ভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সে দিকেও কড়া নজর রেখেছি আমি। দ্রুত দাম কমানোর জন্য চেষ্টা চালানো
হচ্ছে।’’ সংবাদ সংস্থা
Source : www.anandabazar.com