
তিন মাসের মধ্যে নির্যাতিতাকে বিয়ে করতে হবে! শর্ত দিয়ে ধর্ষণে অভিযুক্তকে জামিন দিল আদালত
ধর্ষণের মামলায় শর্তসাপেক্ষে অভিযুক্তকে জামিন দিল ইলাহাবাদ হাই কোর্ট। আদালতের নির্দেশ, জামিনে মুক্তির তিন মাসের মধ্যে নির্যাতিতাকে বিয়ে করতে হবে অভিযুক্তকে।
তিন মাসের মধ্যে নির্যাতিতাকে বিয়ে করতে হবে। এই শর্তে ধর্ষণের মামলায় অভিযুক্তকে জামিন দিল আদালত। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, সম্প্রতি একটি মামলায় এমনটাই নির্দেশ দিয়েছে ইলাহাবাদ হাই কোর্ট।
গত বছরের সেপ্টেম্বরে ধর্ষণের মামলায় আগরা পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। অভিযোগ, ২৬ বছর বয়সি ওই তরুণ উত্তরপ্রদেশ পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়েছিলেন নির্যাতিতাকে। এই বলে তিনি ওই তরুণীর থেকে ন’লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, ওই তরুণ তাঁকে যৌন হেনস্থাও করেছেন এবং তাঁর আপত্তিকর ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
যদিও অভিযুক্তের আইনজীবীর দাবি, তরুণী মিথ্যা অভিযোগ তুলছেন তাঁর মক্কেলের বিরুদ্ধে। ঘটনার চার মাস পরে কেন এফআইআর রুজু হল, তা নিয়েও আদালতে প্রশ্ন তোলেন অভিযুক্তের আইনজীবী।
ওই মামলায় হাই কোর্টের বিচারপতি কৃষান পহল অভিযুক্তের শর্তসাপেক্ষে জামিনের নির্দেশ দিয়েছেন। ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, নির্দেশনামায় বিচারপতি উল্লেখ করেন, অভিযুক্ত জানিয়েছেন, তিনি নির্যাতিতাকে বিয়ে করে তাঁর দেখাশোনা করার জন্য প্রস্তুত। বিচারপতি নির্দেশ দেন, জামিনে মুক্তির তিন মাসের মধ্যে নির্যাতিতাকে বিয়ে করতে হবে অভিযুক্তকে। তবে কেন এই নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে আদালতের নির্দেশনামায় কিছু উল্লেখ নেই। এ বিষয়ে অভিযোগকারীর বক্তব্য শোনা হয়েছে কি না, তা নিয়েও কিছু উল্লেখ নেই।
নির্দেশনামায় বিচারপতি জানান, অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করার জন্য কোনও ব্যতিক্রমী ক্ষেত্রের কথা সরকার আদালতে জানাতে পারেনি। বিচারব্যবস্থার নীতি ‘জামিন পাওয়া বিধি, জেল ব্যতিক্রম’-এর কথাও স্মরণ করিয়ে দেন বিচারপতি। এই অবস্থায় অভিযুক্তের বিরুদ্ধে পুরনো কোনও অপরাধের অভিযোগ না-থাকায়, তাঁকে জামিন দিয়েছে আদালত।
Source : www.anandabazar.com