
‘ভয় দেখানোর চেষ্টা বরদাস্ত নয়’! লন্ডনে জয়শঙ্করের গাড়ির সামনে বিক্ষোভের নিন্দা করল ব্রিটেন
বুধবার রাতে লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গাড়ির সামনে বিক্ষোভ দেখান খলিস্তানপন্থীরা। ঘটনায় আগেই নিন্দা জানিয়েছে দিল্লি। এ বার ব্রিটেনের বিদেশ দফতর থেকেও কড়া বার্তা দেওয়া হল।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার নিন্দা জানাল ব্রিটেন। বুধবার রাতে লন্ডনে জয়শঙ্করের গাড়ির সামনে বিক্ষোভ দেখান খলিস্তানপন্থীরা। বিদেশমন্ত্রীর কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছেঁড়া হয়। তাঁর গাড়ির সামনে স্লোগান দিতে শুরু করেন খলিস্তানপন্থীরা। ব্রিটেন জানিয়েছে, ওই ঘটনায় সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে পুলিশ। এই ধরনের ভীতিপ্রদর্শন বা হুমকি দেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করে ব্রিটেন।
ব্রিটেনের বিদেশ, কমনওয়েল্থ এবং উন্নয়ন দফতর (এফসিডিও)-এর এক মুখপাত্র বলেন, “(ভারতের) বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের মাঝে চ্যাথাম হাউসের বাইরের ঘটনার আমরা কড়া নিন্দা করছি। ব্রিটেন শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে। তবে ভয় দেখানো, হুমকি দেওয়া বা সরকারি কোনও অনুষ্ঠানকে বিঘ্নিত করার চেষ্টা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনায় পুলিশ ইতিমধ্যে পদক্ষেপ করেছে। ব্রিটেন সফরে আসা কূটনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা বদ্ধপরিকর।”
বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। ওই সময়ে চ্যাথাম হাউসের কাছেই রাস্তার উপরে খলিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, পুলিশের সামনেই ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন তাঁরা। জয়শঙ্কর কর্মসূচি শেষে বেরোনোর সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তাঁর গাড়ির সামনে পৌঁছে যান। এর পর কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এ সময় আরও কয়েক জন খলিস্তানপন্থী বিদেশমন্ত্রীর কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। ঘটনার তাৎক্ষণিকতা কাটিয়ে উঠতেই কিছু ক্ষণের মধ্যে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
লন্ডনের ওই ঘটনায় ইতিমধ্যে নিন্দা করেছে দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিচ্ছিন্নতাবাদী এবং কট্টরপন্থী ওই ছোট একটি দলের উস্কানিমূলক কাজ করেছে। তিনি বলেন, “আমরা (বিক্ষোভকারীদের) গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের নিন্দা জানাচ্ছি। আমরা আশা করি, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকার তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা সম্পূর্ণ ভাবে পালন করবে।”
Source : www.anandabazar.com