
স্লেজিং করেছিলেন কোহলিকে, তবু রাগেননি বিরাট, দ্বৈরথের ১২ দিন পর জানালেন পাক বোলার
গত ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শতরান করে ভারতকে জিতিয়েছিলেন বিরাট কোহলি। ম্যাচের ১২ দিন পর আবরার আহমেদ জানালেন, সে দিন স্লেজিং করেছিলেন কোহলিকে। তবে ভারতের ব্যাটার রেগে যাননি।
গত ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল ভারত। সেই ম্যাচে শতরান করে ভারতকে জিতিয়েছিলেন বিরাট কোহলি। ম্যাচের ১২ দিন পর পাকিস্তানের বোলার আবরার আহমেদ জানালেন, সে দিন স্লেজিং করেছিলেন কোহলিকে। তবে ভারতের ব্যাটার রেগে যাননি।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে আবরারের দেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমার ছোটবেলার আদর্শ কোহলিকে বল করার সুযোগ এসেছিল দুবাইয়ে। খুব কঠিন পরীক্ষা ছিল। স্বাধীনতা পেয়ে ওকে একটু খোঁচা দিতেও ছাড়িনি। বলছিলাম আমার বলে ছয় মারতে। কোহলি এক বারও রাগেনি।”
আবরারের সংযোজন, “আমরা সবাই জানি কোহলি দারুণ ব্যাটার। কিন্তু ও অসাধারণ মানুষও। ম্যাচের পর ও আমাকে বলেছিল, ‘দারুণ বল করেছ’। ওই কথাতেই আমার দিনটা খুব ভাল করে দিয়েছিল।”
ক্রিকেট খেলা শুরু করার পর থেকেই কোহলিকে আদর্শ হিসাবে মানেন আবরার। ম্যাচের পর কোহলির সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছিলেন। বিরাটকে নিয়ে তিনি আরও বলেছেন, “বেড়ে উঠেছি কোহলিকে দেখে। অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থদের বার বার বলতাম, দেখিস এক দিন কোহলিকে বল করবই। সেটাই সত্যি হয়েছে। কোহলির ফিটনেস অসাধারণ। যে ভাবে রান নিতে দৌড়য়, সেটাতেই বাকিদের সঙ্গে ওর তফাতটা বোঝা যায়।”
ভারত-পাক ম্যাচে শুভমন গিলকে আউট করার পর আবরারের উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আবরার জানিয়েছেন, কাউকে আঘাত করার উদ্দেশে ওই উচ্ছ্বাস করেননি। বলেছেন, “ওটাই আমার ধরন। সেটার মধ্যে খারাপ কিছু রয়েছে বলে মনে করি না। আজ পর্যন্ত কোনও কর্তা আমাকে কিছু বলেননি। তবু যদি কারও খারাপ লেগে থাকে, তার জন্য আমি দুঃখিত। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না।”
Source : www.anandabazar.com