
বিয়ের দুই মাসের মাথায় সুখবর, মা হচ্ছেন অহনা! কবে কোলে আসছে সন্তান? জানালেন অভিনেত্রী
চলতি বছরে অগস্টে সন্তানের আগমন। বর্তমানে অহনা সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা। তবে কাজ থেকে এখনই বিরতি নেওয়ার পরিকল্পনা নেই অভিনেত্রীর।
বছরের শুরুতেই আনুষ্ঠানিক বিয়ে সেরেছেন। বিয়ের দুই মাসের মাথায় সুখবর দিলেন অভিনেত্রী অহনা দত্ত। মা হচ্ছেন তিনি। তাঁর প্রেমজীবন নিয়ে আলোচনা চলছিল বহু দিন ধরেই। প্রেমিকের সঙ্গে একত্রবাসে ছিলেন ‘অনুরাগের ছোঁয়া’র ‘মিশকা’। তবে কেবল প্রেম নয়। ২০২৩ সালেই প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সেরে রেখেছিলেন অহনা। এ বার জানালেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য।
চলতি বছরে অগস্টে সন্তানের আগমন। বর্তমানে অহনা সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা। তবে কাজ থেকে এখনই বিরতি নেওয়ার পরিকল্পনা নেই অভিনেত্রীর। বরং জোরকদমে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। আনন্দবাজার ডট কমকে অহনা বলেন, “বাড়িতে কোনও কাজ করি না। কিন্তু অভিনয় থেকে এখনই বিরতি নিচ্ছি না।”
বর্তমানে স্বামী দীপঙ্কর দের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন মন্দারমণিতে। সমুদ্রের ধার থেকেই সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। পুত্র না কি কন্যা, না কি বলি অভিনেত্রী কিয়ারা আডবাণীর মতো যমজ সন্তান আশা করছেন অহনা? প্রশ্ন করতেই অভিনেত্রী বলেন, “আমি শুধু একটা সুস্থ বাচ্চা চাইছি। সব কিছু ইতিবাচক হোক। এটুকুই চাইছি। আর পাঁচজন অন্তঃসত্ত্বা মহিলার মতোই কাজ চালিয়ে যাব। তবে একটু সতর্ক থাকব।”
প্রেমের সম্পর্ক নিয়ে এর আগেও শিরোনামে এসেছেন অহনা দত্ত। দীপঙ্করের সঙ্গে সম্পর্ক কখনওই মেনে নেননি তাঁর মা। তার পর থেকেই প্রেমিকের সঙ্গে একত্রবাস শুরু করেন অভিনেত্রী। সেখান থেকেই প্রথমে আইনি বিয়ে, তার পরে ২০২৫-এর শুরুতে আনুষ্ঠানিক বিয়ে করেন তিনি।
উল্লেখ্য, বড় পর্দাতেও কাজ করেছেন অহনা। রাজ চক্রবর্তীর ছবি ‘সন্তান’-এ ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন তিনি।
Source : www.anandabazar.com