FASTag pass For toll Tax: বছরে একবার রিচার্জেই হাইওয়ে ধরে দৌড়বে গাড়ি! FASTag বদলে গেল...

হোম

FASTag pass For toll Tax: টোল প্লাজায় আর দাঁড়াতে হবে না। FASTag-ভিত্তিক বার্ষিক পাস কিনলেই ঝামেলা শেষ। এক বছরের মেয়াদের পাশ ব্যবহার করা যাবে সর্বোচ্চ ২০০ বার।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক বছর অথবা দুশো ট্রিপ। সারা বছর ধরে নয়, বরং একবারেই এবার টোল ট্যাক্স নেবে কেন্দ্র। চালু হচ্ছে FASTag-ভিত্তিক বার্ষিক পাস। আগামী ১৫ অগাস্ট থেকে এই পাস করা যাবে। তবে এই সুবিধা মিলবে শুধুমাত্র ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেই। লরি বা ট্রাকের মতো বাণিজ্যিক গাড়িগুলিকে অবশ্য আগের নিয়মেই টোল ট্যাক্স।

ব্যক্তিগত গাড়িই কিংবা পণ্যবাহী লরি, দেশের যেকোনও জাতীয় সড়কে টোল ট্যাক্স দিতে হয়। ব্যস্ত রাস্তায় মাঝে টোল প্লাজায় রীতিমতো গাড়ির লাইন পড়ে যায়। ফলে সময় যেমন নষ্ট হয়, তেমনি ট্রাফিকের গতি-ও কমে।

 

 

Source:zeenews.india.com


Related News