Chhattisgarh: আত্মসমপর্ণের শাস্তি! ছত্তীসগড়ে এবার মাওবাদীদের হাতে খুন দুই প্রাক্তন মাওবাদী!

হোম

Chhattisgarh: অমিত শাহের সফরের আগে ফের প্রত্যাঘাত মাওবাদীদের। বাড়ি থেকে তুলে নিয়ে খুন দুই আত্মসমপর্ণকারী মাওবাদীকে। ক্ষতিবিক্ষত দেহ মিলল গ্রামে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ছত্তীসগড়ে ফের নিরীহ গ্রামবাসীদের টার্গেট করল মাওবাদীরা। এবার খুন হয়ে গেলেন দুই প্রাক্তন মাওবাদী। সম্প্রতি আত্মসমপর্ণ করেছিলেন তাঁরা। 

শনিবার গভীর রাতে বিজাপুর জেলায় পামেড থানার সেন্দ্রবর ও এমপুর গ্রামে হামলা চালায় মাওবাদীরা। বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় দু'জন গ্রামবাসীকে।  বিজাপুরের অতিরিক্ত পুলিস সুপার চন্দ্রকান্ত গোবের্না জানিয়েছেন, পরে সামাইয়া ও ভেকো দেবা নামে ওই দু'জনে ক্ষতবিক্ষত ও নিথর দেহ উদ্ধার হয়। সামাইয়া প্রাক্তন মাওবাদী। এ বছরেই আত্মসমপর্ণ করেছিলেন তিনি। খুন করার আগেই দু'জনের উপর নির্মম অত্যাচার চালানো হয় স্থানীয় সূত্রে খবর। শেষ দেহে গ্রামেই ফেলে দিয়ে যায় মাওবাদীরা।

ছত্তীসগড়ে নিরাপত্তা লাগাতার অভিযান। সংগঠনের একাধিক শীর্ষস্থানীয় নেতা যখন হয় আত্মসমপর্ণ করেছে বা নিহত হয়েছে, তখন প্রত্যাঘাত করছে মাওবাদীরা। দিন কয়েক আগেই পুলিসের চর সন্দেহে তিন নিরীহ গ্রামবাসীকে গলায় ফাঁস লাগিয়ে খুন করল নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)। 

 

Source: zeenews.india.com


Related News