Shubhanshu Shukla NASA Axiom Mission 4: ‘অ্যাক্সিয়ম–৪' মিশনে আজই মহাকাশে ভারতের শুভ্রাংশু শুক্লা! কে এই অফিসার? চিনে নিন...

হোম

Who is Shubhanshu Shukla for NASA Axiom Mission 4: স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেবেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। এর আগে পাঁচ বার পিছিয়েছে এই মহাকাশযাত্রা।

অয়ন ঘোষাল: অ্যাক্সিয়ম স্পেস মিশনের (NASA Axiom Mission 4) নতুন দিন ঘোষণা করল নাসা (NASA)। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। ভারতীয় বায়ুসেনার (IAF Officer) গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশ্যে যাত্রা করবেন আজ ২৫ জুন, ২০২৫ বুধবার। শুভাংশু এবং তাঁর তিন সঙ্গীর মহাকাশ অভিযানের দিন পিছিয়ে গিয়েছে বারবার। শেষ পর্যন্ত বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে মহাকাশে পাড়ি দিতে পারেন মহাকাশচারী শুভাংশুরা (Who is Shubhanshu Shukla।

স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেবেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নাসা, অ্যাক্সিয়ম স্পেস এবং স্পেসএক্স ঠিক করেছে, আগামী বুধবার রাত ২ টো ৩১ মিনিটে (ভারতীয় সময় বেলা ১২ টা ১ মিনিটে) চতুর্থ বেসরকারি নভোচর মিশন, ‘অ্যাক্সিয়ম–৪' উৎক্ষেপণ হবে। প্রথমে ঠিক ছিল ২৫ মে অভিযান শুরু হবে। কিন্তু তা পিছিয়ে ৮ জুন হয়। এরপর থেকে বারবার পিছিয়েছে যাত্রার তারিখ। শেষবার দিন ধার্য হয়েছিল ২২ জুন। কিন্তু তাও পিছিয়ে যায়। এবার ২৫ জুন রওনা দেওয়ার কথা। এর আগে পাঁচ বার পিছিয়েছে এই মহাকাশযাত্রা। এই নিয়ে ষষ্ঠ বার এই অ্যাক্সিয়ম-৪ মিশনের সময় জানাল নাসা। তাদের ঘোষণা ও যাত্রার পূর্বনির্ধারিত সময়ের ব্যবধান এই প্রথম এত কম।

গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ভারতীয় বায়ুসেনার একজন অভিজ্ঞ অফিসার। তিনি অ্যাক্সিয়ম-৪ মিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৯৮৪ সালে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যাত্রা করেছিলেন। তারপর থেকে ভারতের মানব মহাকাশ মিশনের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। শুক্লার এই মিশন ভারতের মহাকাশ গবেষণায় ক্রমবর্ধমান ক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতিফলন।

 

 

Source: zeenews.india.com


Related News