
Rajnath slams Pakistan in SCO meet: পাক প্রতিরক্ষামন্ত্রীর সামনেই ইসলামাবাদের মুখোশ টেনে খুললেন রাজনাথ, বললেন...
এসসিও-র প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে পাক মন্ত্রীর সামনেই পহেলগাঁও হামলা এবং সন্ত্রাসবাদ ইস্যুতে ইসলামাবাদকে তোপ দাগলেন রাজনাথ সিং। সরাসরি পাকিস্তানের নাম না নিয়েও রাজনাথ সিং তুলোধোনা করলেন পড়শি দেশকে।
চিনের হাংঝুতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভাষণ দেওয়ার সময় নাম না করেই পাকিস্তানকে তোপ দাগলেন রাজনাথ সিং। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী শান্তি, নিরাপত্তা এবং আস্থার ঘাটতিকে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। সঙ্গে তিনি বলেছেন, 'সন্ত্রাসবাদ এবং শান্তি একসঙ্গে থাকতে পারে না।'
রাজনাথ সিং বলেন, 'আমাদের অঞ্চলের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি হল শান্তি, নিরাপত্তা এবং আস্থার ঘাটতি। ভারত বিশ্বাস করে, বহুপাক্ষিক সংলাপ এবং সহযোগিতার ব্যবস্থা তৈরি করা হলে তা দেশগুলির মধ্যে সংঘাত রোধে সাহায্য করতে পারে। কোনও দেশ, তা যত বড় এবং শক্তিশালীই হোক না কেন, একা সন্ত্রাসবাদকে মোকাবিলা করতে পারবে না।'
এদিকে এই সম্মেলনে পাকিস্তানের তরফ থেকে উপস্থিত খাজা আসিফ। তাঁর সামনেই রাজনাথ বলেন, 'রাষ্ট্রসংঘের দ্বারা নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা (এলইটি)-র শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল।' এর আগে পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে সেই দেশের বিদেশমন্ত্রী ইশাক দার দাবি করেছিলেন, পহেলগাঁও হামলা নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে রেজিস্ট্যান্স ফ্রন্টের নাম মুছে ফেলতে ভূমিকা পালন করেছিল তারাই।
এদিকে এসসিও বৈঠকে রাজনাথ আজ আরও বলেন, 'কিছু দেশ সীমান্তপার সন্ত্রাসবাদকে নীতিগত ভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এবং তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়। এই ধরনের দ্বিমুখী নীতির কোনও স্থান থাকা উচিত নয়। এই ধরনের দেশগুলির সমালোচনা করতে দ্বিধা করা উচিত নয় এসসিও-র।'
রাজনাথ সিংয়ের কথায়, 'যারা নিজেদের সংকীর্ণ ও স্বার্থপর উদ্দেশ্যে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে, লালন করে এবং ব্যবহার করে, তাদের এর ফল ভোগ করা উচিত। সন্ত্রাসবাদের সাথে শান্তি ও সমৃদ্ধি একসাথে থাকতে পারে না। রাষ্ট্র বহির্ভূত শক্তি এবং সন্ত্রাসী গোষ্ঠীর হাতে গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার ঘটতে দেওয়া যেতে পারে না।'
Source: bangla.hindustantimes.com