
Abhishek Banerjee: 'ছাব্বিশে বিজেপি পঞ্চাশের নিচে নামবে', বলছেন অভিষেক!
Abhishek Banerjee: '২০২১ সালে ৭৭ চাকা আটকে গিয়েছিল। এবার পঞ্চাশের নিচে নামবে। আপনাদের বলে গেলাম ২০২৬-র ফল'। সুকান্ত মজুমদারের কটাক্ষ, 'ভবিষ্যদ্বাণী করে লাভ নেই। আমিও জ্যোতিষী নই, ইনি জ্যোতিষী নন।'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরলেই বিধানসভা ভোট। 'বিজেপি এবার পঞ্চাশের নিচে নামবে', 'ভবিষ্যদ্বাণী' করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'মানুষ চাইলে দম্ভ অহঙ্কার ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিতে ১০ সেকেন্ডও সময় লাগবে না'।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে 'নিঃশব্দ বিপ্লব' কর্মসূচি। সেই কর্মসূচিতে যোগ দিয়ে অভিষেক বলেন, '২০২১ সালে ৭৭ চাকা আটকে গিয়েছিল। এবার পঞ্চাশের নিচে নামবে। আপনাদের বলে গেলাম ২০২৬-র ফল'। ২০২১ সালের বিধানসভা ভোটে বঙ্গ বিজেপি ২০০-র বেশি আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছিল। কিন্তু জিতেছিল ৭৭টি আসনে।
অভিষেকের কথায় অবশ্য় আমল দিতে নারাজ শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, 'ওর কথার উত্তর দেব না। ও বিনয় মিশ্রের মতো NRL করে রাখুক। কোথায় যাবে,দেখব এপ্রিল মাসের পরে'। সুকান্ত মজুমদারের পাল্টা কটাক্ষ, 'দেখা যাবে, আমাদের পঞ্চাশের নিচে যাবে না তৃণমূল কংগ্রেসের পঞ্চাশের নিচে যায়। ভবিষ্যদ্বাণী করে লাভ নেই। আমিও জ্যোতিষী নই, ইনি জ্যোতিষী নন। সময় আসুক, তখন যাবে'।
Source: zeenews.india.com