নিম্নচাপ খেলবে এবার নয়া ইনিংস! বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেখে নিন আবহাওয়ার রিপোর্টে

জাতীয়

আগামী কয়েক দিনের আবহাওয়া কেমন থাকবে! দেখে নিন পূর্বাভাস।

আরও এক নিম্নচাপ এবার বর্ষার ময়দানে নতুন ইনিংস খেলার অপেক্ষায়। বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে এক নিম্নচাপ। আর তারফলে আপাতত বুধবার পর্যন্ত তেড়ে বৃষ্টি হতে পারে বাংলার বহু জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের মতে, এই নিম্নচাপের প্রভাবে কোথাও ভারী বর্ষণ, তো কোথাও হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেখে নেওয়া যাক, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া। । (ছবি সৌজন্যে পিটিআই)

উত্তরবঙ্গের আবহাওয়া- হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, ৩০ জুন, অর্থাৎ আজ সোমবার থেকে ৬ জুলাই অর্থাৎ রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। জবপাইগুড়িতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবারের জন্য। এছাড়াও রবিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কালিম্পং-এ, বুধবার পর্যন্ত আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষি দিনাজপুর, মালদায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া- আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বা বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গে সোমবার অর্থাৎ আজ থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী বর্ষণ চলতে পারে বলে পূর্বাভাস। ইতিমধ্যেই বৃষ্টির জন্য উপকূলবর্তী এলাকায় কমলা সতর্কতা জারি হয়েছে। সপ্তাহের শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং এর মেজাজে থাকতে পারে বৃষ্টি! (ফাইল ছবি, সৌজন্যে এপি)

দক্ষিণের কোথায় কোথায় তেড়ে বৃষ্টি- আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার অতিভারী বৃষ্টি হতে পারে, হুগলি, পূর্ব মেদিনীপুক, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। রবিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত।

গোটা ভারতে আগাম দখল বর্ষার- সময়ের আগেই গোটা ভারতের দখল নিয়ে নিয়েছে বর্ষা। জানা যাচ্ছে নির্ধারিত সময়ে, যখন গোটা দেশের দখল বর্ষা নেয়, তার ১৫ দিন আগে, বর্ষা এবার দখল নিয়ে নিয়েছে দেশের। দিল্লিতে এর জেরে হালকা বর্ষণ শুরু হলেও, বন্যায় ভয়াবহ অবস্থা উত্তরাখণ্ডের। হিমাচলে রয়েছে হড়পা বানের সতর্কতা।

বন্যার আশঙ্কা- এদিকে, এর আগে, বিপুল বর্ষণে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার কিছু জায়গায় দাঁড়িয়েছে জল। কিছুদিন আগে ওড়িশা উপকূলের কাছে তৈরি হওয়া নিম্নচাপের জেরে পরিস্থিতি বেশ বিপর্যস্ত হয় বাংলার বহু এলাকায়। এরই মাঝে আসন্ন নিম্নচাপ ঘিরে ফের একবার জল দাঁড়িয়ে বিপর্যয়ের আশঙ্কায় ভুগছে বহু এলাকা। । (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

 

 

Source: bangla.hindustantimes.com


Related News