Jaisalmer Shocker: জ‍ৈসলমের সীমান্তে মিলল পাক তরুণ-তরুণীর পচাগলা দেহ, মৃত্যুর কারণ...

হোম

Jaisalmer Shocker: লিসের অনুমান কমপক্ষে এক সপ্তাহ আগে তারা সীমান্ত পার করে ভারতীয় সীমান্তে ঢুকেছিল। মৃতদেহ দুটির খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিস ও বিএসএফ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ‍ৈসলমের ভারত-পাক সীমান্তের কাছে মিলল এক পাকিস্তানি তরুণ ও এক পাক কিশোরীর পচাগলা দেহ। শনিবার সন্ধেয় ওই দুই দেহ পাওয়া যায় শাধেওয়ালায়। দুই জনের পরিচয়পত্র থেকে জানা গিয়েছে তরুণের বয়স ১৮ বছর, কিশোরী ১৫ বছরের। 

পুলিস সূত্রে খবর, একটি বালিয়াড়ির কাছে ওই দুই পচাগলা দেহ পড়ে থাকতে দেখা যায়। রোদে পড়ে থেকে তাদের দেহ কালো হয়ে গিয়েছে। দেহ অনেকটাই শুকিয়ে গিয়েছে। তাদের কাছে থেকে পাকিস্তানি সিম কার্ড ও পাক পরিচয়পত্র পাওয়া গিয়েছে। পরিচয়পত্রে যুবকের নাম রবি কুমার ও কিশোরীর নাম শান্তি বাই। ওই দুজন কীভাবে সীমান্ত পেরিয়ে এল তা নিয়েই তদন্ত শুরু হয়েছে। যেখানে দুজনের মৃতদেহ পাওয়া গিয়েছে সেটি সীমান্ত থেকে ১২ কিলোমিটার ভেতরে ভারতীয় সীমান্তে।

পুলিসের অনুমান কমপক্ষে এক সপ্তাহ আগে তারা সীমান্ত পার করে ভারতীয় সীমান্তে ঢুকেছিল। মৃতদেহ দুটির খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিস ও বিএসএফ। বিএসএফ তল্লাশী চালিয়েও সীমান্তের দিক থেকে ভারতের দিকে আসার কোনও পায়ের চিহ্ন পায়নি। ওই দুজনের সম্পর্কে তথ্য পেতে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসের সঙ্গে যোগাযোগ করছে।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওই দুজন খেতে না পেয়ে মারা গিয়েছে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ওই দুটি দেহ রামগড় মর্গে রাখা হয়েছে। দেহ দুটির ময়নাতদন্ত করা হবে।

 

Source: zeenews.india.com


Related News