
Air India Flight: মাঝ আকাশে যাত্রীবোঝাই বিমান! কেবিন থেকে আচমকাই পোড়া গন্ধ! 'অভিশপ্ত' এয়ার ইন্ডিয়া ফের...
Air India Flight: মাঝ আকাশে উড়ছিল যাত্রীবোঝাই বিমান, আচমকাই কেবিন থেকে পোড়া গন্ধ! 'অভিশপ্ত' এয়ার ইন্ডিয়ায় ফের বিপাকে। ঝড় উঠে গেল নেটপাড়ায়...
মুম্বই থেকে উড়েছিল চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৬৩৯। কিন্তু ২০ মিনিট ওড়ার পরেই তা ফিরে আসে ফের মুম্বইয়ে। কিন্তু কেন ফিরতে হয়েছিল ওই বিমানকে? এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেছেন,'গত শুক্রবার ২৭ জুন, মুম্বই থেকে চেন্নাইগামী বিমান এআই ৬৩৯-এর ক্রুরা কেবিনে পোড়া গন্ধ পাচ্ছিলেন। সতর্কতামূলক পদক্ষেপ নিতেই মুম্বইতে ফিরিয়ে আনা হয়। বিমানটি নিরাপদে মুম্বইতে অবতরণ করেছিল এবং বিমানটি বদলে দেওয়া হয়। মুম্বইতে আমাদের গ্রাউন্ড কর্মীরা এই অপ্রত্যাশিত ব্যাঘাতের কারণে যাত্রীদের সুবিধায় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করেছেন। এয়ার ইন্ডিয়াতে আমাদের অতিথি এবং ক্রুদের নিরাপত্তা এবং সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার পায়'
আরেকটি পৃথক ঘটনায় ওই দিনই, এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমানে অনির্দিষ্ট নিরাপত্তা সতর্কতা জারি হয়েছিল। বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন যে সুরক্ষা পদ্ধতি অনুসরণ করে বিমানটিকে পরবর্তী উড়ানের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। কিছুদিন আগেই, দিল্লি থেকে জম্মুগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানও মাঝপথে কারিগরি সমস্যায় দিল্লিতে ফিরে যেতে বাধ্য হয়েছিল। এয়ারবাস এ-৩২০ বিমানটির সকাল ১০টা৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ২০ মিনিটেরও বেশি বিলম্বের পর সকাল ১১টা ০৪ মিনিটে তা টেক-অফ করতে পেরেছিল। দুপুর ১২টা০৫ মিনিটে ওই এয়ারবাসের জম্মুতে অবতরণ করার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে তা দিল্লিতে এসেছিল।
Source: zeenews.india.com