
India's Step against Pakistanis: সকাল হতে না হতেই পাকিস্তানিদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ভারতের
পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ্য করে ভারতের সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর' এখনও চলমান। এরই মাঝে গতকাল বেশ কিছু পাক সেলিব্রিটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আনব্লক হয়। তবে আজ ফের সেগুলি ব্লক করা হয়েছে বলে জানা গেল।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। এই আবহে প্রতিবেশী দেশের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। এরই মধ্যে আবার পাকিস্তানি সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। তবে গতকাল, মঙ্গলবার তাদের অ্যাকাউন্ট আনব্লক করা হলেও একদিন পর ফের তা ব্লক করে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল থেকে শাহিদ আফ্রিদি, মাওরা হোকানে, ইয়ুমনা জাইদি, হানিয়া আমির এবং ফাওয়াদ খানের মতো জনপ্রিয় তারকাদের ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন না ভারতীয়রা। এর আগে সোশ্যাল মিডিয়ায় অনেকেই পাকিস্তানি কনটেন্ট ব্যান করার দাবি তুলেছিলেন। এক্স-এ 'ব্যান পাক কনটেন্ট' ট্রেন্ড করতে শুরু করেছিল।
বুধবার পাকিস্তানের তারকাদের অ্যাকাউন্ট ফের ভারতে দেখা যেতে শুরু করে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে সেই সব পাক সেলিব্রিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলে একটি মেসেজ দেখতে শুরু করেন ভারতীয় ব্যবহারকারীরা, তাতে লেখা ছিল, 'এই অ্যাকাউন্টটি ভারতে পাওয়া যাচ্ছে না। এর জন্য একটি আইনি অনুরোধ মেনে চলেছি আমরা।'
এদিকে পাকিস্তানি সেলিব্রেটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা পুনরায় কার্যকর করার বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এই পদক্ষেপ স্থায়ী নাকি সাময়িক তা স্পষ্ট নয়। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ্য করে ভারতের সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর'-এর আবহে এই নিষেধাজ্ঞা আপাতত আরও দীর্ঘায়িত হতে চলেছে।
Source: bangla.hindustantimes.com