
Pakistan Rahim Yar Khan airbase Update: ভারতের আঘাতে এখনও সোজা হয়ে দাঁড়াতে পারেনি পাকিস্তান? রইল বায়ুসেনা ঘাঁটির আপডেট
অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের তরফ থেকে ভারতের সামরিক স্থাপনা এবং সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়েছিল। এর জবাবে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের একাধিক ঘাঁটি ধ্বংস করেছিল। তার মধ্যে অন্যতম ছিল এই রহিম ইয়ার খান বেস। সেখানেই এবার নোটাম জারি থাকার সময়সীমা বৃদ্ধি করা হল।
অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বিমান হামলায় ধ্বংস হয়েছিল পাকিস্তানে অবস্থিত রহিম ইয়ার খান বিমানঘাঁটির রানওয়ে। সেই বিমানঘাঁটিতে ফের একবার নোটাম জারি করল পাকিস্তান। অর্থাৎ, সেই ঘাঁটি থেকে কোনও বিমান না উড়বে না অবতরণ করবে। বা সেই বায়ুসেনা ঘাঁটির ওপরেও কোনও বিমান উড়তে পারবে না। এর আগে পাকিস্তান ৪ জুলাই পর্যন্ত এই বিমানঘাঁটির জন্য নোটাম জারি করেছিল। সেই মেয়াদ ফের একবার বাড়ানো হল।
রিপোর্ট অনুযায়ী, রহিম ইয়ার খান বেসে এবার ১৮ জুলাই পযন্ত নোটাম জারি থাকবে। এই আবহে জল্পনা কল্পনা শুরু হয়েছে পাকিস্তানের এই বায়ুসেনা ঘাঁটি নিয়ে। উল্লেখ্য, ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ ড্যামিয়েন সাইমন ৪ জুন একটি পোস্ট করে দাবি করেন এই নোটাম জারির বিষয়টি নিয়ে। যার পর থেকে রহিম ইয়ার খান নিয়ে চর্চা শুরু হয়ে যায়।
রহিম ইয়ার খান বিমান ঘাঁটি পাকিস্তানের পঞ্জাব প্রদেশে অবস্থিত। এটি বাহাওয়ালপুর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রকাশিত একটি ক্লোজ-আপ ভিডিয়োতে দেখা গিয়েছিল, এই রহিম ইয়ার খান বিমানঘাঁটির রানওয়েতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে ভারতীয় বোমার আঘাতে।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার পরে গত ৬-৭ মে-র রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারত। এরপর পাকিস্তানি সেনা ভারতের ওপর পালটা হামলা চালানোর চেষ্ট করেছিল। পরে ১০ মে ভারতের তরফ থেকে পাকিস্তানের একধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়। এরপরই পাক সেনার তরফ থেকে ভারতের কাছে সংঘর্ষবিরতির আবেদন করা হয়েছিল। এই আবহে ধ্বংস হওয়া পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলি নিয়ে বিগত মাসগুলিতে কৌতুহল বেড়েছে ক্রমেই।
Source: bangla.hindustantimes.com