Local Trains Cancelled in Sealdah: এই ২ দিনে ৩৩ লোকাল ট্রেন বাতিল শিয়ালদা শাখায়! কোন কোন লাইনে? রইল পুরো তালিকা

জাতীয়

শিয়ালদা শাখায় সপ্তাহান্তে ৩১টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল। শনিবার দুটি ট্রেন বাতিল থাকবে। আর বাকি ২৯টি লোকাল ট্রেন বাতিল থাকবে রবিবার। আর সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজের জন্য। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার এবং রবিবার মধ্যবর্তী রাতে দমদম জংশনের আওতাধীন ডাউন কর্ড লাইনে ২৩২এ/২৩১বি পয়েন্টের সম্পূর্ণ পরিবর্তন করা হবে। সেজন্য শনিবার রাত ১২ টা ১০ মিনিট থেকে রবিবার সকাল সাতটা ১০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ব্লক চলবে। সেই কারণেই শিয়ালদা ডিভিশনের বিভিন্ন লাইনে মোট ৩১টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দিয়েছে রেল। কয়েকটি ট্রেনের আবার যাত্রাপথ আবার পালটে দেওয়া হয়েছে। সেইসঙ্গে ট্র্যাক সংক্রান্ত কাজের জন্য রবিবার দুটি লক্ষ্মীকান্ত-নামখানা লোকাল বাতিল করা হয়েছে।

শনিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?

১) আপ ৩২২৪৯ শিয়ালদা-ডানকুনি লোকাল ট্রেন।

২) ডাউন ৩২২৫২ ডানকুনি-শিয়ালদা লোকাল ট্রেন।

রবিবার শিয়ালদা-হাবরা শাখার কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) আপ ৩৩৬৫১

২) আপ ৩৩৬৫৩

৩) ডাউন ৩৩৬৫২

৪) ডাউন ৩৩৬৫৪

রবিবার শিয়ালদা-বনগাঁ শাখার কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৩৮১১

২) আপ ৩৩৮১৭

৩) ডাউন ৩৩৮২৪

৪) ডাউন ৩৩৮২৬

রবিবার শিয়ালদা-ডানকুনি শাখার কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) আপ ৩২২১১

২) আপ ৩২২১৩

৩) আপ ৩২২১৫

৪) আপ ৩২২১৭

৫) আপ ৩২২১৯

৬) ডাউন ৩২২১২

৭) ডাউন ৩২২১৪

৮) ডাউন ৩২২১৬

৯) ডাউন ৩২২১৮

১০) ডাউন ৩২২২০

 

 

Source: bangla.hindustantimes.com


Related News